বাংলাদেশ, , মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যেগে মহান বিজয় দিবস উদযাপন

  প্রকাশ : ২০১৮-১২-১৬ ১৭:৫৭:৪৮  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম বোয়ালখালী পৌরসভাস্থ একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ১৬ ডিসেম্বর ‘‘মহান বিজয় দিবস” যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল সকালে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী অর্পন, বিজয়র্যালী, সঙ্গীত, আবৃত্তি ও ঢোলবাদন।সকালে বিনয়বাঁশীর সুযোগ্য পুত্র বাবুল জলদাসের নেতৃত্বে বর্ণাঢ্য ঢোলবাদনের মাধ্যমে বিজয়র্যালী শেষে বোয়ালখালী উপজেলাস্থ স্মৃতিসৌধে বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। পরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সভাপতি উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা ভাইস-
চেয়ারম্যান জনাব ওবাইদুল হক হক্কানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর, ডাঃ ইলা বড়ুয়া, সাংবাদিক ডাঃ অধীর বড়ুয়া। উদ্বোধনী বক্তব্য রাখেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরিচালক শ্রী বিপ্লব জলদাস, সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিল্পী বিধান জলদাস, দোলন দাস। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা দাস, রত্না নাথ, নিলা দাস, অর্পিতা ঘোষ, দেবী ঘোষ, শিমু দাস প্রমুখ। সভায় বক্তারা ৭১ এর মুক্তিযুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধে অবদানকারীদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।এবং দেশের জন্য জীবন উৎসর্গকারী জাতির বীর সন্তানদের আত্মার শান্তি কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা