বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বিনা অনুমতিতে পতেঙ্গা সৈকতে অবৈধ শিপ ব্রেকিং, লাখ টাকা জরিমানা

  প্রকাশ : ২০২০-০৯-০৮ ১৯:০৮:০৫  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম বন্দর সংলগ্ন পতেঙ্গা সৈকতে বিনা অনুমতিতে শিপ ব্রেকিং করায় জাহাজ মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম বন্দর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ই। এ সময় ঘটনাস্থল থেকে জাহাজ মালিকের এক প্রতিনিধিসহ তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন-জাহাজ প্রতিনিধি মো. এনায়েত (৫০), ক্রেন চালক আবুল কালাম (২৭) ও সহকারী ক্রেন চালক মো. রায়হান (২৪)।
জানা গেছে, গত ২১ জুন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে ভুট্টা নিয়ে যশোর নোয়াপাড়া যাওয়ার সময় ‘এমভি গোলাম রহমান’ নামে জাহাজটির তলা ফেটে গেলে পতেঙ্গায় বিচিং (কূলে ভেড়ানো) করা হয়। কিন্তু জাহাজটির মালিক নিয়মনীতির তোয়াক্কা না করে সেখানেই শিপ ব্রেকিং (জাহাজ মেরামত) শুরু করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ই জানান, চট্টগ্রাম বন্দর এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ‘এমভি গোলাম রহমান’ নামের জাহাজটিকে ভাঙতে দেখেন। এ সময় বন্দর সংলগ্ন পতেঙ্গা এলাকায় বিনা অনুমোদনে শিপ ব্রেকিং করার অপরাধে জাহাজ মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

জাহাজের মালিকের নাম মো. ইউসুফ হোসেন। তার গ্রামের বাড়ি বরিশাল।



ফেইসবুকে আমরা