বাংলাদেশ, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

বাঘের মরদেহ উদ্ধার !

  প্রকাশ : ২০২০-০২-০৩ ১৭:৫৮:৩৪  

পরিস্হিতি২৪ডটকম : সুন্দরবন থেকে একটি রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কবরখালী খালের চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাঘটির শরীরের অর্ধেক অংশ কুমিরে খাওয়া ছিল বলে জানা যায়। মরদেহটি উদ্ধারের পর বিকেলে দুবলার চরের কুপিলমনি এলাকায় মাটিচাপা দেয় বনবিভাগের কর্মীরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, শরণখোলা রেঞ্জের কুপিলমনির কবরখালি খালে নিয়মিত টহলের সময় দুবলা টহলফাঁড়ির বনরক্ষীরা খালের চরে একটি বাঘের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বাঘটির বয়স ২০ বছর। বার্ধক্যজনিত কারণে সেটি মরে নদীর পাড়ে পড়েছিল। বাঘটির শরীরের পেছনের অর্ধেক অংশ কুমির খাওয়া ছিল। মরদেহটি পচে গন্ধ বের হচ্ছিল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কুপিলমনি ক্যাম্পের পাশে বাঘটিকে মাটিচাপা দেওয়া হয়।



ফেইসবুকে আমরা