বাংলাদেশ, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

বাগীশিক ফটিকছড়ি পৌরসভা সংসদের অভিষেক অনুষ্ঠানে ডাঃ সুব্রত চৌধুরী : আগামী প্রজন্মকে গীতা চর্চায় অনুপ্রাণিত হতে হবে

  প্রকাশ : ২০১৯-১০-২৯ ১৭:৪৪:২২  

পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) ফটিকছড়ি পৌরসভা সংসদ (২০১৯-২০২১) খ্রি. এর শুভ অভিষেক উপলক্ষে গত ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার ফটিকছড়ি রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দির প্রাঙ্গণে বিভিন্ন মাঙ্গলিক ও ভগবতীয় অনুষ্ঠান মাস্টার রনজিত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল পার্থসারথির পূজা, শ্রীমৎভগবদ গীতাপাঠ, উদ্বোধনী পর্ব, শপথগ্রহণ অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বাগীশিক ফটিকছড়ি সংসদের সভাপতি ডাঃ সুব্রত চৌধুরী। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন নারায়ন দাস গোস্বামী। শান্তি প্রতীক পায়রা উড়ান দিলীপ চক্রবর্তী। ভগবদ গীতার প্রতিটি বাণী অমীয় সুধায় যে বাণী গুলো চর্চার মাধ্যমে পার্থিব জীবন সুন্দর হয় মুক্তির পথ সুগসম হয়। তাই আগামী প্রজন্মকে গীতা চর্চায় অনুপ্রাণিত হতে হবে। এছাড়া উপস্থিত ছিলেন ফটিকছড়ির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট উত্তম কুমার মহাজন, সহ-সভাপতি মানস চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী, স্বপন ধর, সূর্যগিরি আশ্রমের অধ্যক্ষ লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, বাগীশিক ফটিকছড়ি সংসদের সাধারণ সম্পাদক রূপক দে, ভূজপুর পুজা উদযাপন পরিষদের সভাপতি পণ্ডিত লিংকন চক্রবর্তী, ডাঃ বিশ্বনাথ দে, অর্থ সম্পাদক সুমন বণিক, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল নাথ, সহ-সাংগঠনিক সম্পাদক অমর বণিক, যুগ্ম সম্পাদক রুবেল বিশ্বাস, শিক্ষাবিষয়ক সম্পাদক আসীষ চক্রবর্তী, সমাজকল্যাণ সম্পাদক অসীম শীল, দপ্তর সম্পাদক ছোটন নাথ, প্রকাশনা সম্পাদক শ্রীবাস বৈঞ্চব, প্রচার সম্পাদক উজ্জ্বল শীল, নির্বাহী সদস্য সাগর দে, জয়ন্ত দাশ জকি, ভূজপুর সংসদের সাধারণ সম্পাদক প্রবীর আচার্য, সঞ্চালনায় ছিলেন রনজিৎ বরন দাশ, ডাঃ বিনয় আইচ, নাজিরহাট সংসদের সজল চক্রবর্তী, দয়াল শীল, টিটু শীল, পাইন্দং সংসদের সহ-সভাপতি পন্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সাদারণ সম্পাদক উজ্জ্বল দে, মানিকছড়ি সংসদের সুজয় নাথ, অনুষ্ঠানে গীতা দান করেন বিশ্ব ভৌমিক উপস্থিত নেতৃবৃন্দ গীতা ও নৈতিক শিক্ষার উপর গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। বাগীশিক ফটিকছড়ি পৌরসভা সংসদের অভিষেকের মাধ্যমে বরণ করে নেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা