বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

বহদ্দারহাট আরাকান সড়ক ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিলে এম রেজাউল করিম চৌধুরী : ওয়াসার খুঁড়াখুঁড়ির ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন করার সময় এসেছে

  প্রকাশ : ২০১৯-০৫-২৯ ২১:৫০:৩০  

পরিস্হিতি২৪ডটকম : আজ(২৯ মে) বুধবার নগরীর বহদ্দারহাটস্থ কাশবন রেস্টুরেন্টে বহদ্দারহাট আরাকান সড়ক ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবু বক্কর চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গত কয়েকবছর যাবত বহদ্দারহাট এলাকায় ওয়াসার রাস্তা খোঁড়াখুঁড়ির ফলে একরকম ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীরা। অনেকে ব্যবসার লগ্নিত পুঁজি নিঃস্ব করে ফেলেছে। এর উপর দিতে হয়েছে সরকারকে ট্যাক্স ও ভ্যাট। এতে ব্যবসায়ীরা বর্তমানে দিশেহারা ও নিঃস্ব প্রায়। ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীদের পুনর্বাসনের সময় এসেছে। তিনি বহদ্দারহাট হইতে কালুরঘাট পর্যন্ত সড়কের উন্নয়ন ও সংস্কারের জন্য সিডিএ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ওয়াসা বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে দ্রুত উক্ত সড়কের উন্নয়ন করার আশ্বাস ব্যক্ত করেছেন। ব্যবসায়ী সমিতির আহ্বায়ক বলেন, আমরা এই এলাকার ব্যবসায়ীরা খোঁড়াখুঁড়ির যন্ত্রণায় ব্যবসা ফেলে চলে যাওয়ার উপক্রম প্রায়। খোঁড়াখুঁড়িতে জড়িত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে সুদৃষ্টি না দিলে আমাদের নিঃস্ব হয়ে পথে বসা ছাড়া কোনো উপায় নাই। যুগ্ন-সদস্য সচিব মনছুর-উল-হাসান জিয়া বলেন, ব্যবসায়ীরা এ দেশের প্রাণ। তাঁরা না বাঁচলে দেশ বাঁচবে না। কেননা আমরা নিয়মিত ট্যাক্স ভ্যাট দিয়ে দেশের গতিকে সচল রাখি। আহ্বায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিন তালুকদার (আদর)’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহল্লা ফেডারেশনের সদস্য শওকত আবরার রাশেদ। বক্তব্য রাখেন মনছুর-উল-হাসান জিয়া, বহদ্দারহাট আরাকান সড়ক ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর, সদস্য সচিব শাখাওয়াত হোসেন লিটন, সিনিয়র সদস্য এডভোকেট মোহাম্মদ মেজবাহ উদ্দিন দোয়েল, আবু নাসের, বেলাল উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন মোস্তফা কামাল, ইয়াছির আরাফাত, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ আনিস, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ আলমগীরসহ ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা