বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

বর্তমানে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে ভেষজ চিকিৎসা পদ্ধতি ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে

  প্রকাশ : ২০২০-১০-০৮ ১৯:৫২:১৫  

মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের সদস্যদের মাঝে ‘প্রতিদিনের  সুস্থতায় প্রাকৃতিক চিকিৎসা’ বইটি প্রদান অনুষ্ঠানে বক্তারা : 

বর্তমানে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে  ভেষজ চিকিৎসা পদ্ধতি ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে

পরিস্হিতি২৪ডটকম : স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের সদস্যদের মাঝে ভেষজ চিকিৎসা পদ্ধতি নিয়ে রচিত ‘প্রতিদিনের সুস্থতায় প্রাকৃতিক চিকিৎসা’ বইটি প্রদান উপলক্ষে এক সভা গত ৭ অক্টোবর ২০২০ বুধবার বিকেল ৪ ঘটিকায় নগরীর পুরাতন চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা সংলগ্ন চান্দগাঁও ডেন্টাল কেয়ারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ‘প্রতিদিনের সুস্থতায় প্রাকৃতিক চিকিৎসা’ বইটির লেখক ও বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন। এতে বক্তব্য রাখেন মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইউসুফ জালাল। সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, পৃথিবীতে স্থলের আদি বাসিন্দা উদ্ভিদকুল। আর এই উদ্ভিদকুল আমাদের প্রকৃতি পরিবেশ ও সৌন্দর্য সচেতনতার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। সমগ্র পৃথিবীর মানুষ সুপ্রাচীনকাল থেকেই ভেষজ গাছপালার সঙ্গে পরিচিত। ভেষজ গাছের লতা-পাতা-বাকল, ফল-মূল আদিকাল হতে বিভিন্ন রোগে ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে ভেষজ চিকিৎসা পদ্ধতিতে ভেষজের ব্যবহার উল্লেখযোগ্য। তাই ‘প্রতিদিনের সুস্থতায় প্রাকৃতিক চিকিৎসা’ বইটি সাধারণ মানুষের ঘরোয়া চিকিৎসা পদ্ধতিতে অনেক উপকারে আসবে। সংগঠনের সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সদস্য জাহেদুল ইসলাম(রাব্বি), নাজমুল ইসলাম নাজিম, নুরুল আনসার, রাজিয়া সুলতানা রুনা, সাইদা আক্তার বৃষ্টি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো. রাশেদুল ইসলাম, মো. তারেক, আতাউল ইসলাম, আরমান মো. মানিক সিকদার, মো. আসাদুজ্জামান সাগর, মো. ইব্রাহিম, সাইদুল ইসলাম আরিয়ান, রবিউল হাসান সাইমন, জাহেদুল আজিম জয়, তানিয়া সুলতানা তাবাসসুম, আফসানা প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা