বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বরমায় শম্ভু-লক্ষ্মী ট্রাস্টের শীত বস্ত্র-কম্বল বিতরণ

  প্রকাশ : ২০১৯-১২-২২ ১৮:৫৫:২৩  

পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশের বরমা শম্ভু- লক্ষ্মী ট্রাস্টের উদ্যোগে ও কুইন সোপ এন্ড ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ’র এমডি শ্রী রুবেল দেবের সৌজন্যে বরমা ও নিকটস্থ গ্রাম মাইগাতা, বাতাজুরি, বাইনজুরি, রাউলিবাগ, সেবন্দী, চরবরমা ও ধামাইরকুলের দুস্থ-শীতার্ত লোকজনের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। ২০ ডিসেম্বর শুক্রবার বিকেলে বরমা শম্ভু লক্ষ্মী কুটিরে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শ্রী রুবেল দেব এবং সঞ্চালনা করেন জুয়েল দেব ও লিটন দেব। এ সময় অতিথি ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ অফিসার (ভারপ্রাপ্ত) সাংবাদিক শামসুল আলম টগর, সমাজ হিতৈষী শ্রী শম্ভু দেব, দান বীর শ্রীমতি লক্ষ্মী রাণী দেব, বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিএ সভাপতি সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, যুবলীগ নেতা রুবেল কান্তি দত্ত, মাস্টার স্বপন চক্রবর্তী, সমাজসেবক জুয়েল দেব, নয়ন বড়ুয়া, মন্জুরুল আলমসহ স্থানীয় শিক্ষক, রাজনীতিক, সাংবাদিক, সমাজসেবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এতে এলাকার শতাধিক দুস্থ-শীতার্ত লোককে শম্ভু-লক্ষ্মী ট্রাস্টের শীতকালীন উপহার কম্বল প্রদান করা হয়।
অতিথিরা বলেন, নিজেদের আয়ে প্রতিবেশী দুস্থ, গরীব, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষেরও অধিকার রয়েছে। তাই তাদের মৌলিক অধিকার পূরণে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা