বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ফারুক-ই-আজম (রা.)মডেল মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা : হিতাহিত জ্ঞানসম্পন্ন নাগরিকই দেশের সম্পদ

  প্রকাশ : ২০২০-০১-১৮ ১৯:২৭:০৯  

পরিস্হিতি২৪ডটকম : দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান রাস্তার মাথায় নবপ্রতিষ্ঠিত নবি মুহাম্মদ (স.)’র তৃতীয় খলিফা হযরত উমর ফারুক (র.)’র স্মৃতি ও আদর্শবাহী প্রতিষ্ঠান ফারুক-ই-আজম (রা.) মডেল মাদরাসা উদ্বোধন গতকাল সকালে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, খলিফা ফারুক-ই-আজম (র.)’র আদর্শ চর্চা জরুরী। তাঁর আদর্শ ছিল অনুপম। দেশে হিতাহিত জ্ঞানসম্পন্ন নাগরিক গড়ে তুলতে সুশিক্ষার বিকল্প নেই। সেক্ষেত্রে ফারুক-ই-আজম (রা.) মডেল মাদ্রাসা হিতাহিত জ্ঞানসম্পন্ন ছাত্রছাত্রী ও আদর্শবান নাগরিক উপহার দিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। জনাব শায়ের মাওলানা এনামুল হক এনাম এর সভাপতিত্বে মাদরাসা উদ্বোধন করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ, পীরে তরিকত আল্লামা মাওলানা আবুল কাশেম নূরী (ম.জি.আ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী, মাওলানা ইলিয়াস আজম নূরী, হযরত অলি ফাতির (রহ:) শাহী জামে মসজিদে খতিব মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা বেলাল উদ্দিন, ফারুক-ই-আজম (রা.) মডেল মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা এইচ.এম. কুতুবউদ্দিন, ইমাম মাওলানা আব্দুল হালিম, মানবাধিকার সংগঠক দেলোয়ার হোসেন মানিক, মাদ্রাসার শিক্ষক মো. হেলাল উদ্দিন রেজভী, মোহাম্মদ জামশেদ প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা