বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

প্রয়াত মাস্টার হাবিবুল হক ফরিদীর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল স্মরণ সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান সম্পন্ন

  প্রকাশ : ২০২১-০৭-১৭ ১৪:০১:৩২  

চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত মাস্টার হাবিবুল হক ফরিদীর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল স্মরণ সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা : ৭৫ পরবর্তী সময়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ এবং আওয়ামীলীগ কে পুনর্গঠনের সংগ্রামে যারা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন, মরহুম হাবিবুল হক ফরিদী ছিলেন তাদের অন্যতম

পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চন্দনাইশ উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মাস্টার হাবিবুল হক ফরিদীর স্মরণ ও স্মৃতিচারণ অনুষ্ঠান গতকাল ১৬ জুলাই ২০২১ খ্রিঃ সন্ধ্যা ৭.৩০ টায় ভার্চুয়ালী ফেইস টু ফেইস ফেইসবুক পেইজে বেলাল হোসাইন মিন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
স্মৃতিচারণ অনুষ্ঠানের আলোচনায় অংশ নেন পাট ও বস্ত্র, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এম.পি, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মফিজুর রহমান, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও চন্দনাইশ উপজেলা কৃষক লীগের সভাপতি মাস্টার হুমায়ুন কবির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট খোরশেদ বিন ইসহাক, যুব ও ক্রীড়া সম্পাদক ও বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, চট্টগ্রাম দক্ষিন মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদিকা ও জাতীয় মহিলা পরিষদ, চট্টগ্রাম জেলার সদস্য সঞ্চিতা বড়ুয়া, কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক বেলাল হোসেন মিঠু। সবাইকে ধন্যবাদ জানিয়ে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রয়াত নেতার কনিষ্ঠ পুত্র এডভোকেট সাদী ফরিদী।
বক্তারা বলেন, হাবিবুল হক ফরিদী উচ্চ শিক্ষিত এবং যথেষ্ট সম্ভাবনাময়ী প্রতিভার অধিকারী হওয়া সত্বেও শিক্ষকতা পেশা কে বেচে নিয়ে মানুষ গড়ার নিখুঁত কারিগর হিসেবে পর্বতসম খ্যাতি অর্জন করেন। শুধু শিক্ষক নয় তিনি শিক্ষকদের অধিকার আদায়ের সংগ্রামে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম পুরোধা ছিলেন, দীর্ঘ দুই যুগ চন্দনাইশ উপজেলা শিক্ষক সমিতির সাঃ সম্পাদক এবং দীর্ঘদিন চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষক সমিতির যুগ্ম-সাঃ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এক সময়ে, বিশেষ করে ৭৫ পরবর্তী সময়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ এবং আওয়ামীলীগ কে পুনর্গঠনের সংগ্রামে যারা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন, মরহুম হাবিবুল হক ফরিদী ছিলেন তাদের অন্যতম। একজন আদর্শ শিক্ষক হওয়ায় দলের আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় না থাকলেও দলের নীতি নির্ধারনী ও মাষ্টার মাইন্ড হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতেন।রাজনীতি-শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা