বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর ১৫ তরুণ দম্পতির বাংলাদেশ সফর

  প্রকাশ : ২০১৯-০৭-০৬ ১৬:২০:০৬  

পরিস্হিতি২৪ডটকম : ভারত ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যকার উচ্চপর্যায়ের প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর ১৫ তরুণ দম্পতি আগামী ৬-১২ জুলাই ২০১৯ বাংলাদেশ সফর করবেন। এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে ভারতীয় সেনাবাহিনীর মধ্য পর্যায়ের ১৫ জন কর্মকর্তা তাদের স্ত্রী/স্বামীসহ প্রথমবারের মতো বাংলাদেশ সফর করবে।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে প্রতিনিধি দলটি বাংলাদেশে আসছে। এই প্রতিনিধি দলটির আজ শনিবার কলকাতা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ বিমানে বাংলাদেশে পৌঁছানোর কথা।

সফরকালে প্রতিনিধি দলটি বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন ও মধ্য পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে। এছাড়াও জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ, মুক্তিযুদ্ধ জাদুঘর, বিজয়কেতন জাদুঘর, প্রয়াস, হাতিরঝিল ও কক্সবাজার পরিদর্শন করবে।



ফেইসবুকে আমরা