বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ফটিকছড়ির পাইন্দং এ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  প্রকাশ : ২০১৯-০৯-১৯ ১৯:১৫:৫৮  

পরিস্হিতি২৪ডটকম : ফটিকছড়ির ঐতিহ্যবাহী অতিব প্রাচীনতম পাইন্দং কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির উন্নয়ন ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২য় বার শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা গত ১৮ সেপ্টেম্বর পাইন্দং কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গনে দিনব্যাপী কর্মসূচীর মধ্যমে রয়েছে সকাল ৮টা পূজা অর্চনা, সকাল ১০টায় শ্রীমৎ ভগবদ গীতাপাঠ ও প্রতিযোগিতা, দুপুর ১টায় প্রসাদ বিরতণ, বিকাল ৩টায় ক্রীড়া প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি, রাত ৮টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, রাত ১০টায় প্রসাদ বিতরণ, রাত ১১টায় পাল্টাকীর্ত্তন। প্রথম অধিবেশনে সকাল ৯টায় আরম্ভ হয়। সকাল ১১টায় গীতাপাঠ প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন পণ্ডিত নিরোদলীলা গীতা বিদ্যাপীঠের অধ্য অর্চ্চণা রানী আচার্য, ফটিকছড়ি বাগীশিক ত্রাণ পূনর্বাসন সম্পাদক প্রভাত বণিক, বাগীশিক ফটিকছড়ির সাংস্কৃতিক সম্পাদক সুমন কিশোর নাথ, হারুলছড়ি বাগীশিকের সভাপতি অপু দেব, বলরাম সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা তপন কুমার রাহা, বাবু সুনীল দে, আদেশ শীল, পরিমল চক্রবর্তী, বিমল শীল, দীলিপ দে, পাইন্দং বাগীশিকের সাংগঠনিক সম্পাদক রতন ভৌমিক, উক্ত অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উজ্জ্বল দে। গীতাপাঠ প্রতিযোগীতায় ‘ক’ বিভাগে বিজয়ীরা হল- ফাল্গুনী শীল, নিলয় শীল, মিতি বণিক। ‘খ’ বিভাগের বিজয়ীরা হল- প্রেমা বণিক, অজয় শীল, ঋতু শীল। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঐশি দে, তুর্ণা চক্রবর্তী, পায়েল শীল, পূজা শীল, প্রেমা বণিক, রিয়া দে, স্মরণীকা রাহা, পুষ্পা শীল, ঋতু শীল, সংগীতা শীল, ফাল্গুনী শীল, প্রিয়ন্তী শীল। ২য় অধিবেশন পুরস্কার বিতরণ ও আলোচনা সভা রাত ৮টায় সংগঠনের সভাপতি নেপাল দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাগীশিক ফটিকছড়ি সংসদের উপদেষ্টা ও সূর্যগিরি আশ্রমের অধ্য লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্যগিরি আশ্রমের উপদেষ্টা মন্ডলীর সদস্য অর্চ্চণা রানী আচার্য, বাগীশিক পাইন্দং সংসদের সভাপতি মাস্টার দেবাশীষ দে লাভু, সহ-সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, বলরাম সমিতির সভাপতি ধনা শীল, বিজয় টিভি ফটিকছড়ির প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ সেলিম, মাসিক ফটিকছড়ি সংবাদের সম্পাদক সাংবাদিক আহমেদ আলী চৌধুরী, ৭১ বাংলা টিভির বার্তা সম্পাদক সাংবাদিক আলমগীর নিশান, চট্টবাণীর টিভির স্টাফ রিপোর্টার সমীর কান্তি দাশ, প্রবাসী সদস্য সুজন দে। এতে বক্তব্য রাখেন, রানা শীল, সজীব দে, টিপলু পাল, বিকাশ পাল, সুমন দে, শুভ দে, অন্তু দে, টিকলু পাল, বিমল দাশ, শুভ সূত্রধর, বাবুল পাল, নান্টু সূত্রধর, টিটু সূত্রধর, সঞ্জয় রাহা, অর্নজুন রাহা, বাশু শীল, আশু শীল, সুজন শীল, পূজন শীল রাহুল শীল, মাইকেল শীল, স্বদেশ শীল, রাজু শীল, শ্যামল শীল, সুজন দে, নয়ন দাশ, শয়ন শীল, টিংকু পাল, শিবলু পাল, সময় দে, লিটন দাশ, রানা দে, পংকজ শীল, তরী দে, পূজা দাশ, পুষ্পা শীল, জয় দে, বিজয় দে, অজয় শীল পমূখ। রাত ১১ টায় পাল্টাকীর্তন করেন সঞ্জয় ও মাধুরী ভট্টাচার্য।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা