বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

পশ্চিম বাকলিয়া সনাতনী সম্প্রীতি ঐক্য পরিষদ আত্মাপ্রকাশ ও সম্মাননা প্রদান

  প্রকাশ : ২০২০-১০-১৯ ১২:৪৫:১৬  

পরিস্হিতি২৪ডটকম : ‘সম্প্রীতির বন্ধনে আমরা’ এ শ্লোগানকে ধারণ করে জ্ঞান আলোকিত সমাজ বিনির্মান ও টেকসই সমাজ উন্নয়নের সর্বোচ্চ সক্ষমতা অর্জনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে পশ্চিম বাকলিয়া সনাতনী সম্প্রীতি ঐক্য পরিষদের যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি বাকলিয়াস্থ বাকলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে খাজা মইনুদ্দীন চিশতী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ২য় পর্বে শারদীয় শুভেচ্ছা ও সম্মাননা প্রদানের মাধ্যমে পশ্চিম বাকলিয়া সনাতনী সম্প্রীতি ঐক্য পরিষদের সজল কান্তি চৌধুরীকে আহ্বায়ক ও টুটুল ভট্টাচার্যকে সদস্য সচিব করে সংগঠনের শুভ সূচনা হয়। পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ আহ্বায়ক হাজী ইউনুচ কোম্পানীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ও সাংসদ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শহীদুল আলম শহীদ, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবউদ্দীন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও বাকলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী শফিকুল ইসলাম, চকবাজার থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুর রহমান। সভায় বক্তারা বলেন, আলোকিত সমাজ গঠনে সম্প্রদায়ের সাথে সম্প্রীতির বন্ধনে বিভিন্ন পেশা ও শিক্ষার্থীদের সেতুবন্ধন হিসেবে এ সংগঠন কাজ করবে। অনুষ্ঠানের শারদীয়া সম্মাননা গ্রহণ করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এম.পি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক চসিক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, বাকলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী শফিকুল ইসলাম, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক হাজী ইউনুচ কোম্পানী। অনুষ্ঠান শেষে আসন্ন শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে হত-দরিদ্রদের মাঝে খাজা মঈনউদ্দীন চিশতী ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা