বাংলাদেশ, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

পরমায়ু প্রাঙ্গণের আয়োজনে মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে প্রভাত ফেরী, র‌্যালী, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা

  প্রকাশ : ২০২০-০২-২২ ২০:৫৬:৩৪  

পরমায়ু প্রাঙ্গণের আয়োজনে মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে প্রভাত ফেরী, র‌্যালী, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভায় বক্তারা : মাতৃভাষা আমাদের জন্মগত অধিকার, এই অধিকারকে কৌশলে হরণ করতে চেয়েছিলো পাকিস্তানি স্বৈরশাসক

পরিস্হিতি২৪ডটকম : “পরমায়ু-নির্মল বায়ু, প্রাতভ্রমণ-সুস্থজীবন”এই প্রতিপাদ্য নিয়ে মোহরায় গঠিত সামাজিক কল্যাণমুখী সংগঠন পরমায়ু প্রাঙ্গণের উদ্যোগে মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে প্রভাত ফেরী ও র‌্যালী শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে এ এল এ খান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি লাবিব মার্কেটিং কোম্পানির চেয়ারম্যান,বিশিষ্ট ব্যাবসায়ী,শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা রফিক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. মোহাম্মদ সেলিম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুনুর রশীদ, শিাবিদ একেএম মিজানুর রহমান খান। সংগঠনের সাধারণ সম্পাদক হানিফ আহমদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ এএসএম সায়েম, পরিকল্পনা সম্পাদক সাইফুদ্দিন আহমদ, আইটি সম্পাদক রাহুল তালুকদার, ক্রীড়া সম্পাদক মো: ইলিয়াছ, আপ্যায়ন সম্পাদক কবির উদ্দিন, সহ-আইটি সম্পাদক জাকারিয়া শিহাব, সহ-ক্রীড়া সম্পাদক হুমায়ুন রশিদ, কার্যকরী সদস্য মোঃ সাদ্দাম হোসেন জিমি, রাজনীতিবিদ মিজানুর রহমান পাপ্পি, হাজী নুরুল আলম মাষ্টার, মোঃ জামাল উদ্দিন, মোঃ নজরুল ইসলাম, আবু হানিফ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেন বলেন, মাতৃভাষা আমাদের জন্মগত অধিকার, এই অধিকারকে কৌশলে হরণ করতে চেয়েছিলো পাকিস্তানি স্বৈরশাসক। আমাদের বাংলা মায়ের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে তা প্রতিহত করে। একুশ আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে। এ বোধ কখনো বিসর্জিত হবে না। মাতা, মাতৃভাষা ও মাতৃভূমি এ তিনটি পরম শ্রদ্ধার বিষয়। মাতৃভাষাকে অবজ্ঞা করে পৃথিবীর কোন জাতি উন্নতি করতে পারেনি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিজ নিজ ভাষার প্রতি ভালোবাসা থাকা প্রত্যেক নাগরিকদের নৈতিক দায়িত্ব। বাংলা আমাদের মাতৃভাষা, প্রাণের ভাষা, হৃদয়ের ভাষা, নিজেকে তুলে ধরার ভাষা। এ ভাষা আমাদের গর্ব, আমাদের অহংকার।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা