বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

পবিত্র হজ পালনে ১৭ লাখ হাজি মক্কায়

  প্রকাশ : ২০১৯-০৮-০৭ ১৮:৪২:১৮  

পরিস্হিতি২৪ডটকম : পবিত্র হজ পালন করতে মক্কায় পৌঁছেছেন সারা বিশ্ব থেকে আসা ১৭ লাখ হাজি। সৌদি আরবের সরকারি প্রেস এজেন্সি মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্র পরিচালিত সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এর এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার বিমানের মাধ্যমে আগতদের সংখ্যা ছিল ১৬,৬৪,৯৭৪ জন। এছাড়া ৯২,৮৪৪ জন সড়ক পথে এবং ১৭২৯২ জন সমুদ্রপথে এসে পৌছেছেন।

এটি আরও জানিয়েছে যে গত বছরের হজ মৌসুমের তুলনায় এই বছর তীর্থযাত্রীর সংখ্যা ৭ ভাগ বৃদ্ধি পাবে। আগের বছরের তুলনায় বাড়বে ১১৭,২২৩ জন।

আগামী দিনগুলিতে, ইসলামিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ মক্কার দিকে থাকবে যেখানে ঈমানদার মুসলমানদের জন্য হজ অনুষ্ঠান শুরু হয়।
সরকারী পরিসংখ্যান অনুসারে গত বছরের হজের সময় মোট হাজির সংখ্যা ছিল ২৩ লাখ ৭১ হাজার ৬৭৫ জন। হজ হ’ল ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। যার মধ্যে রয়েছে ঈমান, প্রার্থনা, যাকাত ও রোজা।



ফেইসবুকে আমরা