বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

  প্রকাশ : ২০২০-০৯-১৬ ১৬:৪০:৩৬  

পরিস্হিতি২৪ডটকম : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ১২ সেপ্টেম্বর ফটিকছড়ি হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান পণ্ডিত নিরোদ গীতা বিদ্যাপীঠের উদ্যোগে বার্ষিক গীতা, কবিতা, নৃত্য, ভাবসঙ্গীত, গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সূর্যগিরি আশ্রমের উপদেষ্টা জ্যোতিষমুকুট, জ্যোতিষসাগর ও জ্যোতিষভাস্কর পণ্ডিত শান্তিপদ আচার্য, সূর্যগিরি আশ্রমের পরিচালনা পর্ষদের সভাপতি জ্যোতিষরত্ন, জ্যোতিষসম্রাট ও জ্যোতিষমুকুট পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সংগঠনের সভাপতি শিক্ষিকা অর্চনা রানী আচার্য়, উপদেষ্টা কৃষ্ণাকলি আচার্য, তূর্ণা আচার্য, লাকি আচার্য, বিউটি আচার্য। উক্ত প্রতিযোগিতায় প্রায় ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। আসন্ন দুর্গাপূজা ও শুভ মহাঅষ্টমীতে সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন পরিষদ সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় মন্দিরে পুরস্কার বিতরণ করা হবে।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা