বাংলাদেশ, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

পণ্ডিত নিরোদ বরণ আচার্যকে মরণোত্তর সম্মাননা প্রদান

  প্রকাশ : ২০১৯-০৬-১৭ ১৮:০৩:৪৯  

পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় শাখা কর্তৃক আয়োজিত ১ম জাতীয় জ্যোতিষ সম্মেলন ২০১৯ এ ১ম দিনে নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে গত ৮ জুন ২০১৯ স্বর্গীয় পণ্ডিত নিরোদ বরণ আচার্যকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। চট্টগ্রামের ফটিকছড়ি থানার অন্তর্গত হাইদচকিয়া গ্রামের সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষাবিদ বিশিষ্ট পণ্ডিত স্বর্গীয় নিরোদ বরণ আচার্য সনাতনী সমাজের দশবিদ সংস্কারের যে অনন্য অবদান আমাদের মাঝে রেখে গেছেন তাহা আজকে বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটি ও সকল সদস্য-সদস্যাবৃন্দ আজকে আমরা তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই জ্যোতিষ শাস্ত্র জগতে দীর্ঘ ৬০ বছর বয়স পর্যন্ত একনিষ্ঠ ভাবে নিজেকে নিয়োজিত রেখে তাঁর অনুসারী জ্যোতিষ শাস্ত্রগণকে যে অনন্য জ্ঞান প্রদান করে আজকে তাঁর অফুরন্ত ভক্ত ও শিষ্য তাঁর এই জ্যোতিষ শাস্ত্রকে আজকে সর্ব শ্রেণীর মানুষের কাছে যে সুনাম অর্জন করেছে তাহা আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাঁর সারাজীবন সামাজিক ও ধর্মীয় কার্যে সনাতনী সমাজ তাঁর বিরল মহত্ত গুণ ও সদাচারী আলাপ এখনও শ্রদ্ধার সাথে স্মরণ করে। সনাতনী সমাজে দশবিধ সংস্কারে আপনার যে পাণ্ডিত্য তাহা বর্তমান সমাজে সনাতনী সমাজ আজ অপূরণীয় অভাব অনুভব করছে। তাঁর চার ছেলে ও পাঁচ কন্যা আজ তাঁর জ্যোতিষ শাস্ত্রে সুনামের সাথে সারা চট্টগ্রামে সর্বস্তরের মানুষের সাথে মিলেমিশে যে অনন্য অবদান রেখে যাচ্ছেন তাতে আমরা আনন্দ বোধ করছি। তাই আমরা আজকে তাঁর অবদানের প্রতি সকলেই শ্রদ্ধা নিবেদন করছি। স্বর্গীয় পণ্ডিত নিরোদ বরণ আচার্যের পক্ষে মরণোত্তর সম্মাননাটি গ্রহণ করেন তাঁর সুযোগ্য কন্যা, পুত্র ও জামাতা রত্নারাণী আচার্য, স্বপ্নারাণী আচার্য, অর্চ্চনা রানী আচার্য, অঞ্জনা রানী আচার্য, রুপনা রানী আচার্য, শান্তিপদ আচার্য, রতন আচার্য, উজ্জ্বল আচার্য, জিতন আচার্য, রতন ভট্টাচার্য, সুইটি আচার্য, নবনিতা ভট্টাচার্য পিও, বন্দন আচার্য, বরুণ কুমার আচার্য বলাই, পণ্ডিত তরুন কুমার আচার্য কৃষ্ণ প্রমূখ। মরোণত্তর সম্মাননাটি তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির কেন্দ্রীয় সভাপতি ড. নুরুল ইসলাম বখতিয়ার, কেন্দ্রীয় মহাসচিব ড. শেখর রায়, সাধারণ সম্পাদক ড. কেসি পাল, বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় শাখার উপদেষ্টা ড. মাধব আচার্য, বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি এ.আর.আচার্য, প্রফেসর কে রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, পণ্ডিত এম.কে শর্মা, উপদেষ্টা অজয় কুমার বণিক, সভাপতি স্বপন চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক সলীল আচার্য, জয় আচার্য, স্বয়ন আচার্য, উত্তম আচার্য, অরূপ আচার্য, রুদ্র আচার্য, কাশ্মিরি দাশ, প্রণাম দাশ মহাদেব, নারায়ন আচার্য, রুপা আচার্য, শ্রীজা আচার্য, দেবী আচার্য, সোমা চৌধুরী সুমি, দয়াল দত্ত প্রমূখ। উক্ত মরণোত্তর সম্মাননা প্রাপ্তিতে সূর্যগিরি আশ্রমের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ ও পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের পরিচালনা পর্ষদ ও ছাত্র-ছাত্রীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা