বাংলাদেশ, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

নেইমার ব্রাজিলের নেতৃত্ব হারালেন !

  প্রকাশ : ২০১৯-০৫-২৮ ১৫:৩৬:৫৮  

পরিস্হিতি২৪ডটকম : ব্রাজিল দলে অধিনায়কত্ব হারালেন নেইমার। তার স্থলে আগামী মাসে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয়েছে দানি আলভেসকে। ৩৬ বছর বয়সী আলভেস প্যারিস সেন্ট জার্মেই’তেও নেইমারের সতীর্থ।

আট মাস আগে নেইমারের নাম স্থায়ী অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিলেন তিতে। তবে এখন ঘরের মাটিতে কোপায় তার পরিবর্তে আলভেসকে দেয়া হলো ফেভারিটের তকমা থাকা ব্রাজিলকে। নেইমারের সঙ্গে আলোচনা করেই নাকি সিদ্ধান্ত নেয়া হয়েছে, এমনটিই জানিয়েছেন তিতে। কোপার আগে আলভেস কাতার ও হন্ডুরাসের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেও নেতৃত্ব দেবেন।

এক সমর্থককে ঘুষি মেরে সম্প্রতি ফরাসি ফুটবলে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন নেইমার। এর আগে ম্যাচ অফিসিয়ালদের নিয়ে বাজে মন্তব্য করে ইউরোপিয়ান ফুটবলেও তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন।

কোপাতে ব্রাজিল খেলবে ‘এ’ গ্রুপে। আগামী ১৪ জুন থেকে ৭ জুলাই হবে এই প্রতিযোগিতা। যেখানে গ্রুপপর্বের বলিভিয়া, ভেনিজুয়েলা ও পেরুর মুখোমুখি হবে ব্রাজিল।



ফেইসবুকে আমরা