বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

নাগরিকত্ব আইন কখনও বলেনি মুসলিমদের তাড়িয়ে দাও : তসলিমা নাসরিন

  প্রকাশ : ২০২০-০২-২৩ ২১:২২:০৮  

পরিস্হিতি২৪ডটকম : আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে তসলিমা নাসরিন বলেন, ‘‘ভয়ঙ্কর কিছু হবে না, জানেন। হয়তো ভারতের অর্থনৈতিক অবস্থা খারাপ তাই এই বিষয়টা দিয়ে একটু ডাইভার্ট করা হয়েছিল। আপনিই বলুন না, এত মুসলিম ভারতে, সবাইকে চলে যেতে বলবে? কোথায় রাখবে তাদের? এটা হবে না। তবে এই আইন নিয়ে যে ভাবে ছড়ানো হয়েছে যে মুসলিমদের তাড়িয়ে দেবে, বিষয়টা এ রকম নয়। আতঙ্ক ছড়ানো হচ্ছে। আসলে রাজনীতির কারণে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।’’
তিনি আরও বলেছেন, ‘‘হিন্দুরা বাংলাদেশ থেকে চলে আসছে। তার মানে তো এই নয়, সব হিন্দুই আক্রমণের শিকার! কোথাও মন্দির পোড়ানো হয়েছে। তার মানেই ধরে নেওয়া হচ্ছে সব মন্দির ভাঙবে। তাই যদি হত তো সবাই ভাবত আমাদেরও মারবে! পুরো গ্রামই তো চলে আসত তাহলে! আমি তো নিজের দেশেই যেতে পারি না। ঘুরে বেড়াচ্ছি এ প্রান্ত থেকে ও প্রান্ত। তবুও আমি আশাবাদী। ভারতের সংবিধান খুব পোক্ত। এখানে হিন্দু-মুসলিম নারী-পুরুষের সমান অধিকার আছে। অনেক সেকুলার মানুষও আছেন ভারতে। ছাত্র আন্দোলন দেখে খুব উৎসাহ পাচ্ছি।’’-আনন্দবাজার
সুত্র : দৈনিক ইত্তেফাক



ফেইসবুকে আমরা