বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

নব নির্বাচিত ডিনবৃন্দকে চবি উপাচার্যের অভিনন্দন

  প্রকাশ : ২০২০-০২-১৬ ১৯:১৭:৩২  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন অনুষদের ডিন নির্বাচন ১৬ ফেব্রুয়ারি ২০২০ সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিম্নবর্ণিত প্রার্থীগণ জয়লাভ করেছেন।
চবি কলা ও মানববিদ্যা অনুষদে চবি বাংলা বিভাগের প্রফেসর ড. মো. মহীবুল আজিজ ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আবু নছর মুহাম্মদ আবদুল মাবুদ পেয়েছেন ২৭ ভোট। বিজ্ঞান অনুষদে পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ইনস্টিটিউট ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এর প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম পেয়েছেন ৩১ ভোট। ব্যবসায় প্রশাসন অনুষদে মার্কেটিং বিভাগের প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটম প্রতিদ্বন্দ্বি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন পেয়েছেন ২৮ ভোট। আইন অনুষদে আইন বিভাগের প্রফেসর আবুল বশর মোহাম্মদ আবু নোমান ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক জনাব নির্মল কুমার সাহা পেয়েছেন ৮ ভোট। জীব বিজ্ঞান অনুষদে ফার্মেসী বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হোসাইন ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. অলক পাল পেয়েছেন ২৬ ভোট। ইঞ্জিনিয়ারিং অনুষদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশেদ মোস্তফা ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী কম্পিউটর সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেরস ড. মোহাম্মদ খাইরুল ইসলাম পেয়েছেন ১৬ ভোট। মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদে ফিশারিজ বিভাগের প্রফেসর ড. মো. রাশেদ-উন-নবী ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর প্রফেসর ড. মো. এম. মারুফ হোসেন পেয়েছেন ৭ ভোট। এ ছাড়া সমাজ বিজ্ঞান অনুষদে রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বিনা প্রতিদ্বন্দ্বিতায় উক্ত অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ।
নবনির্বাচিত ডিনবৃন্দ বিকেল ৩ টায় চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এক মতবিনিময় সভায় মিলিত হন। মাননীয় উপাচার্য তাঁর সংক্ষিপ্ত ভাষণে নবনির্বাচিত ডিনবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন জানান। নবনির্বাচিত ডিনবৃন্দ বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অধিকতর গতিশীল করতে তাঁদের সার্বিক সহযোগিতা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোঃ জাকির হোসেন এবং চবি ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগের সভাপতি প্রফেসর ড. সুলতান আহমেদ।



ফেইসবুকে আমরা