বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

নগরীর আগ্রাবাদে ৪ তারকা হোটেল বেস্ট ওয়েস্টার্নের যাত্রা শুরু

  প্রকাশ : ২০২০-০২-০৩ ১৮:০৬:৩৭  

পরিস্হিতি২৪ডটকম : সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১টায় বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র আগ্রাবাদে সেনা কল্যাণ ট্রেড সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে লোগো উন্মোচনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে চার তারকা হোটেল বেস্ট ওয়েস্টার্ন।

এ সময় উপস্থিত ছিলেন বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্সের চেয়ারম্যান মো. শাহ আলম বাবুল, ব্যবস্থাপনা পরিচালক মামুন উর রহমান, বিজনেস পার্টনার অ্যান্ড ডেভলপমেন্ট ফর বেস্ট ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল মেজর (অব.) শওকত হোসেইন, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, এএফএম শওকত আহমেদ, পরিচালক জহির উদ্দিন আহমেদ, এম নাজমুল হোসেইন টুটুল, মো. ইউসুফ, কুতুব উদ্দিন, আবদুল্লাহ আল মাহমুদ, ফিরোজ আহমেদ, রিংকু কান্তি দাশ, কাজী মনসুর উদ্দিন, মো. সালাউদ্দিন, রুহুল আমিন স্বাধীন, মো. শহীদ উল্লাহ, মো. ওসমান গনি, ইঞ্জিনিয়ার শাহাদাত হোসাইন, মো. আশিকুল হক, লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের রিজিওনাল হেড মো. সোলায়মান হোসেন, করপোরেট হেড মো. শোয়েব, জিইসি শাখার ব্যবস্থাপক মো. সাজ্জাদ, ডিজাইনার আহমেদ নেওয়াজ প্রমুখ।

এম নাজমুল হোসেইন টুটুল বলেন, চট্টগ্রামে প্রথম চার তারকা মানের চেইন হোটেল বেস্ট ওয়েস্টার্ন। এখানে ৮৮টি রুম আছে। এর মধ্যে ১১টি স্যুট, ৩৫টি কাপল বেডের (কুইন), ৪২টি টুইন বেডের। এ কক্ষগুলো থেকে দেশের প্রধান সমুদ্রবন্দর, বঙ্গোপসাগর, কর্ণফুলী নদী ও আগ্রাবাদ ডেবার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন অতিথিরা। রয়েছে ‘পতেঙ্গা’ রেস্টুরেন্ট, রুপটপে ‘আকাশ’ রেস্টুরেন্ট, ৪০০ আসনের ব্যাংকুইট হল ‘নোঙর’, ৩০, ৪০ ও ৬০ আসনের কনফারেন্স হল, বার, সুইমিং পুল, জিম, সেলুন, প্রেয়ার রুম, স্পা ইত্যাদি আন্তর্জাতিক মানের সেবা।

 



ফেইসবুকে আমরা