বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

নগরীতে আইনজীবিদের মাঝে গণ-অধিকার ফোরামের লিফলেট বিতরণ

  প্রকাশ : ২০১৯-১১-২১ ১৯:১১:৪৮  

পরিস্হিতি২৪ডটকম : নগরীর কোর্ট বিল্ডিংস্থ আইনজীবিদের মাঝে পানি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবনার প্রতিবাদে গত ১৭ নভেম্বর হইতে ২১ নভেম্বর ২০১৯ বিকাল ৪ টা পর্যন্ত লিফলেট বিতরণ পূর্বে আয়োজিত গ্রাহক সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে গণ-অধিকার ফোরামের প্রতিষ্ঠাতা উপদেষ্টা, প্রবীণ আইনবিদ, রাজনীতিবিদ অধ্যাপক এডভোকেট সাইফুদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন, পানি, বিদ্যুৎ মূল্যবৃদ্ধির প্রস্তাবনা থেকে সরকার সরে না আসলে চট্টগ্রামবাসী পরবর্তীতে কঠোর আন্দোলনে যাবে এবং সেই গণমুখী আন্দোলনে চট্টগ্রামের আইনজীবীদের সমর্থন থাকবে। লিফলেট বিতরণের প্রাক্কালে গণঅধিকার ফোরামের নেতৃবৃন্দের উদ্দেশ্যে চট্টগ্রাম বারের সাবেক সভাপতি রাজনীতিবিদ এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী জনমুখী আন্দোলনের সাথে একাত্বতা ঘোষণা করেন। গণঅধিকার ফোরামের চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সমবেত আইনজীবিদের উদ্দেশ্যে বলেন, দেশর স্বাধীনতা সংগ্রাম ও গণতন্ত্র অর্জনে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগামীদিনে আমাদের এই গণমুখী আন্দোলনে আপনাদের সমর্থন ছাড়া সফল হওয়া সম্ভব নয়। গণ-অধিকার ফোরামের মহাসচিব এম.এ হাশেম রাজু বলেন চুপিসারে পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হলে নগরের ৭০ লক্ষ মানুষ আন্দোলনের মাধ্যমে তার দাতভাঙ্গা জবাব দিবে। তাই জনগণকে নিয়ে অবিলম্বে গণশুনানি করুন। ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আবু মোহাম্মদ হোসেন চৌধুরী বলেন, স্বাধীনতার পর থেকে চট্টগ্রামবাসী রাজস্ব আয়ের ৮০% সরকারকে জোগান দিয়ে আসছে। অথচ কোন সরকারেই চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারে এগিয়ে আসেনি। পিয়াজ, চাউলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ট্রেড লাইসেন্স ও সেবা সংস্থার ফি বৃদ্ধিতে ৭০ ল নগরবাসী আজ দিশেহারা। গণ-অধিকার ফোরামের প্রতিষ্ঠাতা উপদেষ্টা, প্রবীণ আইনবিদ, রাজনীতিবিদ অধ্যাপক এডভোকেট সাইফুদ্দিন আহমেদ চৌধুরী আরো বলেন, ইতিপূর্বে সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স এর তিনগুন ফি বৃদ্ধি করেছে। কিছুদিন পরপর পানি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি করা হলে জনগণ মেনে নেবে না।চট্টগ্রাম গণ-অধিকার ফোরামের পক্ষ থেকে আইনজীবীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এসময় আইনজীবীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী এডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, এডভোকেট আজিজুল হক, এডভোকেট সাইফুদ্দিন আহমেদ, এডভোকেট জহুরুল আলম, নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন (নাপসা) চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর নুর, সংগঠনের পক্ষে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী, যুুগ্ম মহাসচিব মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ সোলায়মান বাদশা, সহকারী মহাসচিব মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ নুরুন্নবী, কৃষি বিষয়ক সম্পাদক মো: ইসমাইল সওদাগর, সদস্য মোহাম্মদ আলমগীর প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা