বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ধর্মীয় মুল্যবোধ সৃষ্টিতে মাইজভাণ্ডারী ট্রাস্ট থেকে প্রকাশিত বইগুলো অন্যন্য

  প্রকাশ : ২০২০-০২-২০ ১৮:৩৬:৪৭  

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার নেতৃবৃন্দের সাথে সৌজন্যে স্বাক্ষাতে আমিনুল ইসলাম আমিন  : ধর্মীয় মুল্যবোধ সৃষ্টিতে মাইজভাণ্ডারী ট্রাস্ট থেকে প্রকাশিত বইগুলো অন্যন্য

পরিস্হিতি২৪ডটকম : বই পড়ে মানুষ জ্ঞান আহরণ করে। নানা দেশের নানান প্রকৃতির মানুষ বই পড়ার মধ্য দিয়ে সুষ্ঠ সুন্দর সমাজ বিনির্মাণে উদ্বুদ্ধ হয়। আর ভাল-মন্দের পার্থক্য ঘটাতে পারে এই বই পড়ার মাধ্যমে। সর্ব ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে মাইজভাণ্ডারী ট্রাস্ট থেকে প্রকাশিত বই সমূহ যথেষ্ট ভূমিকা রয়েছে। এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা হযরত হাসান মাইজভাণ্ডারী বিশ্বঅলী শাহানশাহ জিয়াউল হক মাইজণ্ডারীর নির্দেশিত পদাংক অনুসরনে যেই সকল বই প্রকাশিত করছে তা পড়ার মাধ্যমে মানব মুক্তির পথ সুগম হবে। মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপরোক্ত কথাগুলো বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। এ সময় উপস্থিত ছিলেন চাটগাঁইয়া নওজোয়ানের কর্মকর্তা অহিল সিরাজ, শামসুল হায়দার তুষার, সংগঠনের সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, রুবেল শীল, রুবেল আচার্য, নিলু দাশ, অভিবসু মল্লিক, শিপ্রাবসু মল্লিক, মিঠু দাশগুপ্ত, রূপন মল্লিক, সমীর দাশ, নির্বাহী সদস্য বরুণ কুমার আচার্য, সাহিত্য পাঠচক্রের আসিফ ইকবাল, দয়াল দত্ত, রবিশেখর দত্ত, প্রণামদাশ মহাদেব প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা