বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

দীঘিনালায় ভূমি রক্ষা কমিটির সভাপতির পরিবারের উপর ব্রাশফায়ারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  প্রকাশ : ২০২০-০৮-১৭ ১৫:৪৪:৫৭  

পরিস্হিতি২৪ডটকম/(রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি): খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বাবুছড়া সোনা মিয়া টিলার ভূমি রক্ষা কমিটির সভাপতি আবদুল মালেকের পরিবারের উপর ব্রাশ ফায়ার ও তার সহধর্মিণী মুর্শেদা বেগম কে হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য নাগরিক পরিষদ।

১৬ আগস্ট রবিবার সকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার আয়োজনে মুক্তমঞ্চ প্রাঙ্গণে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার সভাপতি কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক কাজী নাসিরুল আলম, পৌর সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক এরশাদ চৌধুরী সহ পার্বত্য নাগরিক পরিষদের সকল সদস্যবৃন্দ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অতিথিরা বলেন একদল সন্ত্রাসী গ্রুপ পাহাড়ে শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে এবং পাহাড়ের শান্তিপ্রিয় মানুষকে নির্মম ভাবে হত্যা করছে।

উল্লেখ্য যে ১৫ আগস্ট খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া সোনামিয়া টিলার ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেকের স্বপরিবারের উপর ব্রাশফায়ার ও তার সহধর্মিনী মুর্শেদা বেগম কে হত্যা করা হয়। তাই মানববন্ধনে অংশগ্রহণ করা সকল নেতা-কর্মী ও সদস্যবৃন্দ প্রশাসনের কাছে পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল মানুষের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য সহযোগিতা কামনা করেন এবং যারা পাহাড়ে শান্তি শৃঙ্খলা নষ্ট করছে সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি বিধানের জন্য আহ্বান জানান।



ফেইসবুকে আমরা