বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

দক্ষিণেশ্বরী মাতৃশক্তি কালী মন্দির পূজা উদযাপন পরিষদ উদ্যোগে আলোচনা সভা, শিক্ষা সামগ্রী ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

  প্রকাশ : ২০১৯-১০-২৯ ১৭:৩৯:১৪  

পরিস্হিতি২৪ডটকম : ৩নং ওয়ার্ড পাচলাইশ হরিপুরে ডাঃ নলিনী আচায্য বাড়িতে শ্রীমতি রুমা রানী, আচায্য কতৃক প্রতিষ্ঠিত শ্রী শ্রী দক্ষিণেশ্বরী মাতৃশক্তি কালী মন্দিরে কালী পুজা ও দিপাবলী উপলক্ষে ধমীয় আলোচনা সভা সভাপতি নন্দিতা আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব কফিল উদীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি বায়েজিদ থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার, অধ্যক্ষ ড. এ আর আচার্য্য, অধ্যক্ষ লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, পরমেশ্বর চৈতন্য ব্রহ্মচারী, ডাঃ সুভাষ ভট্টাচার্য, রুমা রানী আচার্য, খগেন্দ্র লাল নাথ, মোহাম্মদ মোরশেদ, মাওলানা মাহবুবুর রহমান, সূর্যগিরি আশ্রম পরিচালনা পর্ষদের সহ-সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, পণ্ডিত কার্তিক আচার্য, বাংলাদেশ ন্যাশনাল এ্যাষ্টোলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় সেক্রেটারী মোঃ আতিকুর রহমান, সেক্রেটারী জ্যোতিষ অনুপ আচার্য, মহারাজদের নাম ভবাননদ চৈতন্য মহারাজ রাখালাননদ মহারাজ, সাংবাদিক সমীর কান্তি দাশ, সমীর কান্তি পাল । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্দিরের অধ্যক্ষ অরুপ আচার্য। উক্ত অনুষ্ঠানে শিক্ষা সমগ্রী, এলাকার দুস্থ গরীবদের ৫০ জনকে শাড়ি ও ১০০ জনকে লুঙ্গি বিতরণ করা হয়। এরপর মহা প্রসাদ বিতরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা