বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

জ্যোতিষ সম্রাট ও স্বর্ণপদকে ভূষিত অভিজ্ঞ পণ্ডিত সলিল আচার্য

  প্রকাশ : ২০১৯-০৬-২২ ১৯:৪৯:১২  

পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় শাখা কর্তৃক আয়োজিত ১ম জাতীয় জ্যোতিষ সম্মেলন ২০১৯ এ ২য় দিনে নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির সহ-সাধারণ সম্পাদক অভিজ্ঞ পণ্ডিত সলিল আচার্যকে জ্যেতিষ সম্রাট ও স্বর্ণপদকে ভূষিত করা হয়। তার পিতা ধনপতি আচার্য ও মাতা কানন বালা আচার্য এর কনিষ্ট পুত্র। চার ভাই ও এক বোন এর মধ্যে সর্ব কনিষ্ট। সৃজন সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা এবং পদুয়া ঢালকাটা জগৎদ্বাত্রী পূজা উৎযাপন পরিষদের উপদেষ্টা সভাপতি। তিনি নগরীর হাজারী লেইনস্থ ১নং গলিতে ২৭ বছর ধরে অভিজ্ঞ জ্যোতিষী ও হস্তরেখাবিদ। তাহার এই জ্যোতিষ সম্রাট ও স্বর্ণপদক প্রাপ্তিতে পদুয়া ঢালকাটা জগৎদ্বাত্রী পূজা উৎযাপন পরিষদ ও সৃজন সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। উক্ত সম্মেলনের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও দ্বিতীয় দি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ড. নুরুল ইসলাম বখতিয়ার, কেন্দ্রীয় মহাসচিব ড. কে.সি.পাল, ড. শেখর রায়, ড. মাধবাচার্য, চট্টগ্রাম বিভাগীয় সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিষ্ট্রার আশীষ বড়ুয়া, বিভাগীয় সহ-সভাপতি লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, ড. প্রফেসর এ.কে হাওলাদার প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা