বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

জ্যোতিষ শাস্ত্র মানবসভ্যতার কল্যাণে নিয়োজিত – ড. মাধব আচার্য

  প্রকাশ : ২০১৯-১১-১২ ১৯:১৬:৩৯  

পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশ ন্যাশনাল এষ্ট্রোলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে আয়োজিত সাধারণ সভা মোমিন রোডস্থ চেরাগী পাহাড় সংলগ্ন সুপ্রভাত স্টুডিও হলে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় শাখার সভাপতি অধ্য ড. এ.আর.আচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাধব আচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ড. শেখর রায়। উক্ত আলোচনা সভায় আগামী মার্চ ২০২০ ইংরেজী খুলনায় আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলনের অংশগ্রহণ ও আগামী ২৩ নভেম্বর ২০১৯ কক্সবাজার মানবকল্যাণে জ্যোতিষ শাস্ত্রের অবদান এক সেমিনারে অংশগ্রহণ করার জন্য সকল সদস্যদের শতষ্ফুর্ত সমর্থন করবে বলে সকলে অভিমত প্রকাশ করেন এবং উক্ত সেমিনারকে সার্বিক জ্যোতিষশান্ত্রের আলোচনায় অংশগ্রহণ করার জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন পান্নালাল শাস্ত্রী, অজয় বণিক, স্বপন কুমার চক্রবর্তী, যীশু কুমার আচার্য, তপন নয়ন আচার্য, জ্যোতিষশান্ত্রী বি.সি আচার্য, সৈযদ আতিকুর রহমান, সলিল আচার্য, সমীর আচার্য, কার্তিক কুমার আচার্য, সজল কান্তি চৌধুরী, অনুপ আচার্য (রনি), বিপ্লব আচার্য, সজীব আচার্য, আর.এ.চৌধুরী, তাপস চন্দ্র আচার্য, উত্তম আচার্য, রুদ্র আচার্য, শয়ন আচার্য, মিঠু আচার্য, অরূপ আচার্য, বিপুল সরকার, সমীরণ আচার্য, রাজু আচার্য, সুবীর আচার্য, সনজিত কুমার আচার্য, বিকাশ আচার্য, টিটু আচার্য, অপু চক্রবর্তী, প্রিয়রঞ্জন আচার্য, মোঃ হোসেন মুন্সী, জয় আচার্য, পণ্ডিত তরুণ কুমার আচার্য, পণ্ডিত শান্তিপদ আচার্য, টিপলু আচার্য, বাবুল আচার্য, শিমুল আচার্য, পলাশ কান্তি দাশ, রাজীব চন্দ্র দে, অনুপ আচার্য, দিবাকর আচার্য প্রমূখ।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা