বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

জেলা প্রশাসনের অভিযানে কর্ণফুলী থেকে ২ মেট্রিক টন জাটকা জব্দ ও দুইজনকে জরিমানা

  প্রকাশ : ২০২০-১১-২৬ ১৮:৩২:০৮  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ২ মেট্রিক টন জাটকা ইলিশ জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মেহেদী হাসান সবুজ (২৫) ও কামাল হোসেন (৪২)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা আহরণ, বিপণন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। এ নিষিদ্ধ সময়ে জাটকা আহরণ করা হলে ইলিশের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। ফলে এ দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। আগামীতেও এ ধরনের কাজে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ‌যেখানে ইলিশ মাছ ধরার এখন সুযোগ রয়েছে সেক্ষেত্রে কেন অসাধুরা ইলিশ ধ্বংসে জাটকা নিধন করছেন; এটি অমানবিক। ক্ষুদ্র স্বার্থ হাসিল করার জন্যে একটি গোষ্ঠী বৃহত্তর স্বার্থ নষ্ট করছে।

 



ফেইসবুকে আমরা