বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

জেলা পরিষদ চট্টগ্রাম হতে ইজারাকৃত আবাসনে নির্মাণ কাজে বাধা ও চাঁদা দাবির প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

  প্রকাশ : ২০২০-১২-৩০ ১৯:২৯:৪৯  

পরিস্হিতি২৪ডটকম : হাটহাজারী উপজেলার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের শাহজালাল স্কুল সংলগ্ন চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃক ইজারাকৃত আবাসন প্রকল্পে নির্মাণ কাজে বাধা ও চাঁদা দাবির প্রতিবাদে ভূক্তাভোগী পরিবারের উদ্যোগে আজ ৩০ ডিসেম্বর বেলা ৩ ঘটিকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযুদ্ধা কমান্ডার মোজাম্মেল হোসেন চৌধুরী। এ সময় তিনি লিখিত বক্তব্য পাঠকালে বলেন, এলাকার একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবৎ জেলা পরিষদ কর্তৃক ইজারাকৃত আবাসন প্রকল্পে নির্মাণ কাজে বাধা প্রদান করে কতিপয় যুবক শ্রেণি ও উশৃংখল সন্ত্রাসী। নির্মাণ কাজে বাধা ও চাঁদা দাবি করে আসছে। আমরা জেলা পরিষদ কর্তৃক যারা আবাসন প্রকল্পের জায়গায় ইজারা নিয়েছি সে জায়গায় আবাসন নির্মাণ করতে চাই। আমরা ভুক্তভোগীগন জেলা, উপজেলা ও থানা প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং হস্তক্ষেপ কামনা করি। সাংবাদিক সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম সি আই পি, অধ্যক্ষ শামসুর রহমান, মোঃ নুরুল আলম শাহনাজ বেগম।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা