বাংলাদেশ, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

জাতীয় শোক দিবস উপলক্ষে বাপউস’র আলোচনা সভা ও দোয়া মাহফিল

  প্রকাশ : ২০১৯-০৮-১৮ ১৭:২২:৩৪  

পরিস্হিতি২৪ডটকম : নগরীর চান্দগাঁও থানাধীন পুরাতন চান্দগাঁস্থ বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ ১৮ আগস্ট ২০১৯ রবিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র সভাপতি এ কে এম আবু ইউসুফের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক বায়েজিদ পত্রিকার বার্তা সম্পাদক স.ম.জিয়াউর রহমান, বাপউস’র কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী মোর্শেদ, পরিচালক সুরেশ দাশ, ডা. মিলন বারিকদার, মেরিনা সিদ্দিকা নেলি, ফাতেমা বেগম। এতে আরো উপস্থিত ছিলেন চান্দগাঁও ওয়ার্ড যুবলীগ নেতা বখতেয়ার, অপু, কামনা তালুকদার, অনুতোষ দত্ত বাবু, রাকিব উদ্দিন আদনান, কাশফিয়া, ইয়াছিন আরাফাত জিদান, সাজ্জাদ হোসাইন ইমন, সাঈদ হোসাইন ইরফাত, ফারজানা সানজিদা ইসরাত, জুয়েল ধর, প্রবীর বড়ুয়া, তাপস বড়ুয়া, বন্ধনা মহুরী, গৌতম চাকমা প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল এই দেশকে একটি সোনার বাংলা হিসেবে গড়ে তোলা, সেই লে স্বাধীন সংগ্রামে নেতৃত্ব দিয়ে তিনি একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতিকে এগিয়ে নেওয়ার প্রেরণা। তিনি না হলে এই দেশ স্বাধীন হত না। কিন্তু ৭৫ এর কালরাতে এই দেশীয় কুচক্রীমহল ও বিপদগামী সেনা সদস্যরা তাঁকে স্বপরিবারে হত্যা করে। দেশে নেমে আসে শোকের ছায়া, স্তব্ধ হয়ে পড়ে দেশের উন্নয়ন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যেই স্বপ্ন দেখেছিলেন সেটি বাস্তবায়নে অকান্ত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আলোচনা সভা শেষে ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা