বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ছোট ছেলেরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বেড়ে উঠার একমাত্র পথ সাংস্কৃতিক চর্চা : ইয়াছিন আরমান

  প্রকাশ : ২০১৯-০৭-২০ ১৯:১৪:৩৬  

পরিস্হিতি২৪ডটকম : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ ২০২০-২০২১ উদযাপন উপলক্ষে ২০১৪ সাল হতে স্কুল ভিত্তিক বঙ্গবন্ধু বিষয়ক কর্মসূচী শুরু করেছে। এ কর্মসূচী ২০২১ সাল পর্যন্ত চলবে। এ কর্মসূচীর অংশ হিসেবে ১৯ জুলাই বেসরকারী জাতীয় কমিটির প্রধানকেন্দ্র চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে “বঙ্গবন্ধু ছড়া উৎসব” অনুষ্ঠিত হয়। ছড়া উৎসব শুরু করার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা সমাজসেবক ইয়াছিন আরমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কয়ার মহাসচিব অরুণ চন্দ্র বণিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধুজন্মশত বার্ষিকী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন সুজিত দাশ অপু, প্রণব রাজ বড়ুয়া, মুক্তিযোদ্ধার সন্তান নরগিস ফাতেমা, সুজিত চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক পংকজ সেনগুপ্ত, কোহিনুর বেগম প্রমূখ। সভাপতির বক্তব্যে ইয়াছিন আরমান বলেন, ছোট ছেলেরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বেড়ে উঠার একমাত্র পথ সাংস্কৃতিক চর্চা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ছড়া উৎসব উদযাপন পরিষদের সদস্যসচিব মোহাম্মদ হোসেন। আলোচনা সভা শেষে ছোট বন্ধুরা ছড়া পাঠ করে। ছড়া উৎসবে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা