বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চেক রিপাবলিকে অগ্নিকাণ্ডে নিহত ৮

  প্রকাশ : ২০২০-০১-১৯ ১৮:১৯:১৭  

পরিস্হিতি২৪ডটকম : মধ্য ইউরোপের দেশ চেক রিপাবলিকে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন নিহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় সকালে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে স্থানীয় দমকল বাহিনী ৭টি ও জার্মানির দমকল বাহিনীর ২টি ইউনিট কাজ করছিল।

স্থানীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, জার্মানির সীমান্তবর্তী শহর ভেজপিয়াতির যে বাড়িটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে মানসিক এবং শারীরিক প্রতিবন্ধীরা বাস করতেন।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বাড়ির একটি কক্ষ থেকে আগুনে সূত্রপাত হয়ে পুরো বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে। নিহতদের অধিকাংশই ধোঁয়ায় দম আটকে মারা গেছেন।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস টুইট বার্তায় অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন।

চেক রিপাবলিকে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা খু্ব কম ঘটে। সর্বশেষ ২০০০ সালে এক অগ্নিকাণ্ডে ৯ জন গৃহহীন মানুষ প্রাণ হারিয়েছিলেন।



ফেইসবুকে আমরা