বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চুনতী সীরতুন্নবী(স.)’র ৪র্থ দিনে বক্তারা : শাহ সাহেব কেবলা খাঁটি আশেকে রাসূল ছিলেন, তাই চুনতীর মাটিতে ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.) মাহফিল করা সম্ভব হয়েছে

  প্রকাশ : ২০১৯-১১-১৩ ১৮:৩৫:৩৫  

পরিস্হিতি২৪ডটকম : শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৪র্থ দিন চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে আজ ১৩ নভেম্বর ২০১৯ইং বুধবার বাদে আছর হতে অনুষ্ঠিত হয়। অধিবেশনে ছদরে মাহফিল ছিলেন রাঙ্গুনিয়া জামিয়া মেহেরিয়ার মুহতামিম মাওলানা ইসহাক নূর মেহেরী। চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার উপ-অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ফারুক এর সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক (আরবি), চুনতী হাকিমিয়া কামিল মাদরাসা ও খতিব, বায়তুশ শরফ কমপ্লেক্স জামে মসজিদ মাওলানা রিদওয়ানুল হক নিজামী, চট্টগ্রাম ইসলামিক ফাউন্ডেশনের সাবেক বিভাগীয় পরিচালক মাওলানা আবুল হায়াত তারেক, লোহাগাড়া চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ আলা উদ্দীন। এতে আরো উপস্থিত ছিলেন সীরতুন্নবী (স.) মাহফিলের মোতোয়ালী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, শাহাজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, শাহাজাদা তৈয়বুল হক বেদার, গোলাম কবির, এছাড়াও সাতকানিয়া, লোহাগড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। এতে তেলাওয়াতে কোরআন পাঠ করেন হাফেজ তারেক মনোয়ার ও আবদুল্লাহ আল মাহী। না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন আবু হুরায়ারা মুহাম্মদ শাকিল ও রায়হানুল হক শাকিল। বক্তারা বলেন, শাহ সাহেব কেবলা খাঁটি আশেকে রাসূল ছিলেন। তাই চুনতীর মাটিতে ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.) মাহফিল করা সম্ভব হয়েছে। তিনি যেভাবে ১৯৭২ সালে মাহফিল চালু করে গেছেন এখনো পর্যন্ত সেই একই দ্বারায় মাহফিল চলমান রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা