বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

চসিক মেয়র জন্মদিনে ভালোবাসায় সিক্ত

  প্রকাশ : ২০১৯-১০-১৪ ১৬:৩৩:০৮  

পরিস্হিতি২৪ডটকম : নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হলেন নগর পিতা আ জ ম নাছির উদ্দীন। সোমবার (১৪ অক্টোবর) ৬৩ বছরে পা রাখলেন তিনি।

জন্মদিনের শুভেচ্ছা জানাতে রোববার (১৩ অক্টোবর) রাতে মেয়রের আন্দরকিল্লার বাসভবনের সামনে মানুষের ঢল নামে। রাত ১২টার দিকে কর্মব্যস্ত মেয়র বাসায় ফেরার পথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ছাড়াও রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত হয়ে মেয়রকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানান। মেয়রও সবাইকে কেক-মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন।

মেয়রকে জন্মদিনের শুভেচ্ছা জানান যুব সংগঠক আব্দুল মান্নান ফেরদৌস, অ্যাডভোকেট চন্দন তালুকদার, মীর আবদুর রহমান মামুন, দিদারুল আলম, জালাল আহমদ দুলাল, আবদুল্লাহ আল মামুন, প্রবীর বণিক, সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুন, ইয়াছির আরাফাত, আলমগীর টিপু, এম কায়সার, গোলাম রসুল নিশান, মোহাম্মদ আরমান, মিজানুর রহমান বিপুল, রকিবুল হাসান দিনার, ইমাম উদ্দীন পারভেজ, আরিফ মইন উদ্দীন, সজীব রিজোয়ানুল কবির, ইমরান আলী মাসুদ, নাছির উদ্দীন কুতুবি, এস এম ওসমান, রায়হানুল কবীর শামীম, রায়হান মাহমুদ, রাশেদুল আলম চৌধুরী, আরভিন ইভান, মোসাদ্দেক মওলা সৌরভ, ইয়াসির আরাফাত বাপ্পি প্রমুখ।

এদিকে যুব জনতা সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দুপুরে সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চসিক মেয়রের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দামপাড়া জমিয়াতুল ফালাহ জামে মসজিদে।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল মান্নান ফেরদৌস। দিদারুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফর আলী। প্রধান বক্তা ছিলেন নগর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইসা। বক্তব্য দেন বায়েজিদ থানা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, কারা পরিদর্শক আবদুল মান্নান, এম এ হান্নান পলাশ, দিদারুল আলম, হেলাল উদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন, পেয়ার মোহাম্মদ পিয়ারু, ফরিদ আহমদ, কফিল উদ্দিন বকুল, ওসমান ফারুক বিবলু, এম কায়সার উদ্দিন, গোলাম রসুল নিসান, নাসির উদ্দিন কুতুবী, সজিব রিজায়ানুল কবির, মাকসুদুর রহমান মাসুদ, ইয়াছির আরাফাত বাপ্পী, সৈয়দ রবিউল আলম বাঁধন, সায়েদ হোসেন, মো. ইমন, আকিব জাবেদ প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব।

শফর আলী বলেন, চট্টগ্রামের উন্নয়নে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের ভূমিকা প্রশংসার দাবি রাখে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দায়িত্ব সিটি মেয়রকে দিয়েছেন সে দায়িত্ব সঠিকভাবে পালনে তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা আশা করি, আগামী মেয়র নির্বাচনেও দল-মত নির্বিশেষে সকলের পছন্দের ও সময়ের পরীক্ষিত সফল মেয়র আ জ ম নাছির উদ্দীনকে জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রদান করে চট্টগ্রামের ৬০ লক্ষ মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটাবেন।

সভাপতির বক্তব্যে আবদুল মান্নান ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রীর আস্থাভাজন আ জ ম নাছির উদ্দীনই একমাত্র মেয়র যিনি সন্ত্রাস, মাদক, দুর্নীতিমুক্ত যুববান্ধব সমাজ গঠনে কাজ করে যাচ্ছেন।

সুত্র : বাংলা নিউজ২৪ডটকম ।



ফেইসবুকে আমরা