বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চবি শাহ আমানত হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চবি উপাচার্য : খেলাধুলা ও শরীরচর্চা শিক্ষার্থীদের সু-স্বাস্থ্যের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্যবোধ সৃষ্টি করে

  প্রকাশ : ২০২০-০১-১২ ২১:০৮:০৭  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেছেন, নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা শিক্ষার্থীদের দেহ ও মনের সুস্থতার পাশাপাশি নিয়মানুবর্তিতা ও সময়নিষ্ঠতার শিক্ষা দেয় এবং পারস্পরিক সৌহার্দ্যবোধ সৃষ্টি করে। ১২ জানুয়ারি ২০২০ সকাল ৯.৩০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম এবং আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান।
উপাচার্য তাঁর ভাষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শাহ আমানত হলের ক্রীড়াবিদসহ উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চায় নিজেদেরকে সম্পৃক্ত করতে পারলেই তাদের শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা অনেকাংশে বৃদ্ধি পাবে। যার ফলে শিক্ষার্থীরা পঠন-পাঠন ও জ্ঞান অর্জনে অধিকতর পারদর্শীতা অর্জনের মাধ্যমে নিজেরা দক্ষ-যোগ্য ও আলোকিত মানব সম্পদে পরিণত হয়ে দেশ-জাতির উন্নয়ন-অগ্রগতিতে কাঙ্খিত ভূমিকা রাখতে সক্ষম হবে। পরে উপাচার্য বেলুন ও ফেস্টুন উড়িয়ে শাহ আমানত হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর ড. মু গোলাম কবীর -এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. মোয়াজ্জেম হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সাথে উপাচার্য জাতীয় পতাকা, বিজ্ঞান অনুষদের ডিন বিশ্ববিদ্যালয় পতাকা, শাহা আমানত হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতি ক্রীড়াবিদ বিকন ভৌমিক। বিচারকদের পক্ষে প্রধান বিচারক প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এবং ক্রীড়াবিদদের পক্ষে কৃতি ক্রীড়াবিদ মোহাম্মদ আলী রিমনকে মাননীয় উপাচার্য স্ব স্ব ক্ষেত্রের শপথ বাক্য পাঠ করান। শাহ আমানত হলের সিনিয়র আবাসিক শিক্ষক ড. কাঞ্চন চাকমা-এর নেতৃত্বে ক্রীড়াবিদদের মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবন্দ, উক্ত হলের আবাসিক শিক্ষকবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উক্ত হল মসজিদের খতিব জনাব মৌলানা মোহাম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য শাখার সহকারী রেজিস্ট্রার জনাব মোহাম্মদ হোসেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা