বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চবি জননেত্রী শেখ হাসিনা হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চবি উপাচার্য : খেলাধুলা ও শরীরচর্চা শিক্ষার্থীদের প্রাণবন্ত ও প্রফুল্ল থাকতে সহায়তা করে

  প্রকাশ : ২০২০-০১-১৯ ২০:০৭:১৭  

পরিস্হিতি২৪ডটকম : আজ(১৯ জানুয়ারি ২০২০) সকাল ৯.৩০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের জননেত্রী শেখ হাসিনা হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ও ভাষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম।
উপাচার্য তাঁর ভাষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নামে প্রতিষ্ঠিত জননেত্রী শেখ হাসিনা হলের ক্রীড়াবিদসহ উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, ক্রীড়া ও শরীরচর্চা সুস্বাস্থ্যের পাশাপাশি শিক্ষার্থীদের সতেজতা, প্রাণবন্ত ও প্রফুল্ল রাখতে সহায়তা করে। সুুস্থ দেহ ও সুন্দর মনের অধিকারী শিক্ষার্থীরা পড়ালেখায় অধিকতর মনোযোগী হয়ে নিজেদের দক্ষ ও আলোকিত মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়। উপাচার্য জননেত্রী শেখ হাসিনা হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে জননেত্রী শেখ হাসিনা হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন -এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত)মো. মোয়াজ্জেম হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সাথে উপাচার্য জাতীয় পতাকা, বিজ্ঞান অনুষদের ডিন বিশ্ববিদ্যালয় পতাকা, জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতি ক্রীড়াবিদ আফরিন লিমু। বিচারকদের পক্ষে প্রধান বিচারক পরিসংখ্যান বিভাগের সহযোগী আধ্যাপক  এ এইচ এম রাকিবুল মাওলা এবং ক্রীড়াবিদদের পক্ষে কৃতি ক্রীড়াবিদ সর্বোত্তমা চাকমাকে উপাচার্য স্ব স্ব ক্ষেত্রের শপথ বাক্য পাঠ করান। জননেত্রী শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক জনাব জুয়েল দাশ-এর নেতৃত্বে ক্রীড়াবিদদের মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, উক্ত হলের আবাসিক শিক্ষকবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উক্ত হলের আবাসিক শিক্ষার্থী উম্মে সালমা সুবাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ হোসেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা