বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চবি এ এফ রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চবি উপাচার্য : শিক্ষার্থীদের মেধার পরিপূর্ণ বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য

  প্রকাশ : ২০২০-০১-০৭ ২০:২৯:০১  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। ৭ জানুয়ারি ২০২০ সকাল ৯.৩০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, চবি প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান এবং ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনার পরিচালক প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ।
উপাচার্য তাঁর ভাষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এ এফ রহমান হলের ক্রীড়াবিদসহ উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষার অন্যতম একটি অনুষঙ্গ হলো খেলাধুলা ও শরীরচর্চা। পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা অব্যাহত রাখলে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায়। তিনি আরও বলেন, আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা অত্যন্ত সম্ভাবনাময়। তারা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নৈপুন্য প্রদর্শনের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। উপাচার্য শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলায় নিয়মিত অনুশীলনের মাধ্যমে তাদের এ পারদর্শীতা অব্যাহত রাখার আহবান জানান। পরে উপাচার্য বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ এফ রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। এ এফ রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী -এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. মোয়াজ্জেম হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুর ও মুর্চ্ছনায় উপাচার্য জাতীয় পতাকা, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন বিশ্ববিদ্যালয় পতাকা, এ এফ রহমান হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতি ক্রীড়াবিদ নেছারুল করিম। বিচারকদের পক্ষে প্রধান বিচারক পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব এ এইচ এম রাকিবুল মাওলা এবং ক্রীড়াবিদদের পক্ষে কৃতি ক্রীড়াবিদ তারিকুল ইসলামকে উপাচার্য শপথ বাক্য পাঠ করান। এ এফ রহমান হলের আবাসিক শিক্ষক জনাব সুদীপ্ত শর্মা-এর নেতৃত্বে ক্রীড়াবিদদের মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, হলের প্রভোস্টবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, উক্ত হলের আবাসিক শিক্ষকবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উক্ত হল মসজিদের খতিব জনাব মোহাম্মদ ইসমাইল। অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য শাখার সহকারী রেজিস্ট্রার জনাব মোহাম্মদ হোসেন।



ফেইসবুকে আমরা