বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চন্দনাইশ বরমায় ওডেব’র নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের অনুষ্ঠান

  প্রকাশ : ২০২০-১২-০৩ ১৭:৩৬:৩৫  

পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশ উপজেলার চন্দনাইশের বরমায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ- ২০২০ উপলক্ষে বেসরকারি সেবা ও উনয়ন সংস্থা “অর্গানাইজেশন ফর উইমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (ওডেব)”র আযয়োজনে দাতাসংস্থা “দিয়াকুনিয়া”র সহযোগিতায় অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার উদ্বোধনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলাভাইস চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা। ওডেবের প্রধান নির্বাহী অধ্যাপক শ্যামলী মজুমদারের নির্দেশনায়, প্রকল্প সমন্বয়কারী লাবন্য মুৎসুদ্দীর সভাপতিত্বে ও এরিয়া অফিসার মো. মাহমুদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরমা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, বরকল ইউপি সদস্য আয়েশা আক্তার আজাদী, রত্না দাশ ও বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য সুজিতা তালুকদার। আলোচক ছিলেন এডভোকেট শিরীন আক্তার, শ্রাবস্তী মজুমদার জুঁই, শৈবাল সেন, আলাউদ্দীন, বন্ধনা বড়ুয়া, হাসিনা আক্তার, ফয়েজুল হাকিম, সজল দে, হেলাল মিয়া, রূপন দাশগুপ্ত, অনুপমা সাহা, মিনতি দত্ত, নুর বেগম, শিবু সেনগুপ্ত, নিবেদন দে ও তানি শীল। এবারের প্রতিপাদ্য “কমলা রঙে বিশ্বে নারী, বাঁধার পথ দেবেই পাড়ি”। এ দিন অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল র‌্যালী, মানববন্ধন, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, রচনা ও উপস্থিত বক্তরা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ইত্যাদি।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা