বাংলাদেশ, , মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

চন্দনাইশ জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফে ১০দিন ব্যাপি শোহাদায়ে কারবালা মাহফিল সম্পন্ন

  প্রকাশ : ২০১৯-০৯-১১ ২০:০৮:০৭  

পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশ জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফে দাওয়াতে সূফী বাংলাদেশ এর উদ্যোগে অনুষ্ঠিত ১০দিন ব্যাপি শাহাদাতে কারবালা মাহফিল দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আলামা শাহসুফি সৈয়্যদ মোহাম্মদ আলী (মাঃজিঃআঃ)’র সভাপতিত্বে ৯সেপ্টেম্বর (সোমবার) রাতে সম্পন্ন হয়। মাহফিলের সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি জহুরুল জিন্নাত ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ সেহাব উদ্দিন আলম।

মাওলানা মুহাম্মদ রেজাউল করিম ও মাওলানা অলী আহম্মদ এর যৌথ সঞ্চালনায় মাহফিলে অতিথি ছিলেন শাহজাদা মাওলানা মুহাম্মদ মনজুর আলী, শাহজাদা মাওলানা মুহাম্মদ মতি মিয়া মনসুর, শাহজাদা মাওলানা মুহাম্মদ আহসান আলী, অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ, ইতিহাসবিদ সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন, সাংবাদিক মো. নুরুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আবদুর রহিম বাদশা, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ নুরুল আবছার।

আনজুমানে জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া ট্রাস্ট এর ব্যবস্থাপনায় ১০দিন ব্যাপি মাহফিলে বক্তা হিসেবে তকরির করেন হযরতুলহাজ্ব আল্লামা মুফতী মীর মুহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী, আল্লামা রেজাউল করিম মমতাজী, আল্লামা হাফেজ মুহাম্মদ গোলাম কিবরিয়া আল কাদেরী, আল্লামা মুহাম্মদ বুরহান উদ্দীন আল কাদেরী, আল্লামা মুহাম্মদ মাহবুবুর রহমান নুরে বাংলা,আল্লামা অধ্যক্ষ কাজী হাফেজ আহমদ আল কাদেরী, আল্লামা মুফতী ইকবাল হোসেন মমতাজী ,আল্লামা সিদ্দিক আহমদ নঈমি,আল্লামা আহমদ হোসেন জিহাদি, মাওলানা হাফেজ আবদুর রহমান মমতাজী পটুয়াখালী, মাওলানা অলি আহমদ,মাওলানা রাজিব চৌধুরী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাষ্টার আবুল হোসেন, মো: আবু তৈয়ব, মাওলানা আবদুল মন্নান, মাওলানা আহমদ হোসেন, মাওলানা মেহেদী হোসেন রনি, মাওলানা রেজাউল করিম, মাওলানা রাকিব হোসেন বেলাল, মাওলানা মুহাম্মদ আবদুল আলীম, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ রাজা মিয়া, মোহাম্মদ রিদুয়ান প্রমূখ।

শোহাদায়ে কারবালার মাহফিলে বিজ্ঞ বক্তারা বলেছেন, কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (র.) সহ তাঁর পরিবারের সদস্যবৃন্দদের শহীদানের ইতিহাস বিশ্ব ইতিহাসে আলোচিত। বেঈমান, মোনাফেক ইয়াজিদ বাহিনীর হাতে ষড়যন্ত্রের শিকার হয়ে হযরত ইমাম হোসাইন (র.) সহ অনেকেই কারবালার প্রান্তরে ইসলামের জন্য, সত্য পথের জন্য নবী মুহাম্মদ (দ.) এর জীবন আদর্শকে বাঁচিয়ে রাখার জন্য প্রাণ বিসর্জন দেন। এই ইতিহাসের মধ্যে দিয়ে ইসলামের জীবনার্দশ মানুষের কাছে আরও আদর্শ উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দাড়িয়ে রয়েছে। শত্রুরা মনে করেছিলেন ইমাম হোসাইন কে শহীদের মধ্যদিয়ে তাদের নেতৃত্বের বিজয় হবে, কিন্তু না তা হয়নি। বরং ইয়াজিদ ধ্বংস হয়েছে, আর ইমাম হোসাইনের আদর্শ চির উজ্জ্বল হয়ে আজও মানুষের কাছে পবিত্র ও ইসলামের পতাকা বহন করে নিয়ে চলেছে। মহান আল্লাহ্ আমাদের সকলকে কারবালার ময়দানের প্রকৃত ইতিহাস জানার মধ্যে দিয়ে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জীবন-যাপনের সুযোগ দান করুক।
সভা শেষে কারবালার প্রান্তরে সকল শহীদদের স্মরণে ও কাশ্মীরসহ বিশ্বের মুসলিম জাহানের শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করেন জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবারের পীরে কামেল হযরতুলহাজ্ব আলামা শাহসুফি সৈয়্যদ মোহাম্মদ আলী (মাঃজিঃআঃ)।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা