বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চন্দনাইশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গুজব প্রতিরোধে ক্যাম্পেইন

  প্রকাশ : ২০১৯-০৮-০৩ ১৭:০৫:৫৪  

পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গুজব প্রতিরোধে ক্যাম্পেইন এ ক্যাম্পেইন পরিচালনা করেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ভাইস চেয়ারম্যান) মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী। তিনি ১ ও ৩ আগস্ট বৃহষ্পতি ও শনিবার বৃহষ্পতিবার বরমা, বরকল ও সাতবাড়িয়ার স্কুল-মাদরাসা সমুহে গুজব বিরোধী প্রচারাভিযানে প্রতিষ্ঠানসমুহে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে আলোচনা করেন বরকল ছালামতিয়া সুন্নিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল মনছুর নুরী, বরমা ইসলামিয়া সিনিয়র মাদরাসার সহকারী সুপার মাওলানা মুহাম্মদ নুরুল হক, সাতবাড়িয়া শাহ আমানত (রহ.) দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আহমদ হোসাইন রিজভী, চন্দনাইশ প্রেস ক্লাবের যুগ্নসম্পাদক সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, মাইগাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস নিগাত সুলতানা প্রমুখ। এর আগে চন্দনাইশ উপজেলার দুইটি পৌরসভা, আটটি ইউনিয়নের বিভিন্ন স্কুল, মাদরাসা, কলেজে এ কার্যক্রম/ কর্মসূচি পালন করেন। এছাড়াও ৩১ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে ইমাম, মোয়াজ্জিন, কাজীসহ ধর্মীয় নেতাদের সাথে ষড়যন্ত্রমূলক গুজব ও জঙ্গীবাদ বিরোধী সংক্রান্ত আলোচনা, মতবিনিময় ও প্রশিক্ষণ সম্পন্ন হয়।
তিনি বলেন, মিথ্যাচার এবং রাষ্ট্র ও মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্র ও সন্ত্রাস সৃষ্টি করা ইসলাম ধর্ম এবং সংবিধানের দৃষ্টিতে বড় অপরাধ। জঙ্গীপনা ও গুজব সৃষ্টি করে মানসিক প্রতিবন্ধী, ভিক্ষুক, নিরীহ মানুষ খুন করা অমার্জনীয় অপরাধ। জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা হবে। জঙ্গীবাদ, গুজব ও ষড়যন্ত্র প্রতিরোধের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা