বাংলাদেশ, , মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

চন্দনাইশে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত

  প্রকাশ : ২০১৯-০৯-১২ ১৬:২৪:৪৫  

পরিস্হিতি২৪ডটকম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭)’১৯ চন্দনাইশ উপজেলা অঞ্চলের আন্তঃইউনিয়ন প্রথম রাউন্ড’র খেলা গতকাল ১১ সেপ্টেম্বর ২০১৯ বুধবার সম্পন্ন হয়েছে। গাছবাড়িয়া সরকারি উচ্চ বিদ্যালয় মালিকানাধীন স্টেডিয়ামে এদিনের প্রথম ম্যাচের সিডিউল ছিল বরমা ইউনিয়ন দল বনাম ধোপাছড়ি ইউনিয়ন দলের। এতে ধোপাছড়ি ইউনিয়ন দল অনুপস্থিত থাকায় খালি পোস্টে (প্রতিদ্বন্দ্বিতাহীন) ১ গোল দিয়ে বরমা ইউনিয়ন দল জয়লাভ করে, অতঃপর সেমি ফাইনালে উত্তীর্ণ হয়। টুর্নামেন্টের দায়িত্বরত সমন্বয়কারী, উপজেলা স্কাউটস সেক্রেটারি মাস্টার মো. আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলা পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার এ এস এম মনির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বরমা ইউনিয়ন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, গাছবাড়িয়া খানহাট ব্যবসায়ী সমিতির সভাপতি চৌধুরী আমির মুহাম্মদ সাইফুদ্দিন ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান আজাদ। খেলার পরিচালক (রেফারি) ছিলেন আব্দুল মান্নান আজাদ। ধারা বর্ণনা দেন মো. আমিন খান। বরমা দলের টিম ম্যানেজার ছিলেন শাহাদাত বিন ইসলাম জিকু, পৃষ্ঠপোষক ছিলেন মোহাম্মদ শামীম। কোচ ছিলেন মো. নাছির উদ্দীন ও সহকারী কোচ ছিলেন মোহাম্মদ আলমগীর।
অপর ম্যাচে বরকল ইউনিয়ন একাদশকে ৪-২ গোলে হারিয়ে সাতবাড়িয়া ইউনিয়ন একাদশ জয়লাভের মধ্যদিয়ে সেমিফাইনালে উঠেছে।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা