বাংলাদেশ, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

চন্দনাইশে আল-হাসনাইন ফাউন্ডেশনের কনফারেন্স

  প্রকাশ : ২০২০-১০-১০ ১৮:৫৪:৩০  

চন্দনাইশে আল-হাসনাইন ফাউন্ডেশনের কনফারেন্সে বক্তরা :
পরিশুদ্ধ জীবন প্রতিফলনের মাধ্যমে ব্যক্তি ও সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব

পরিস্হিতি২৪ডটকম/(চন্দনাইশ সংবাদদাতা) : চন্দনাইশ পৌরসভার আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম হোসাইন (রা.) কনফারেন্স নয়াহাট বি.এম রহমানিয়া হেফজ ও এতিমখানা মাদরাসা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়।
গত ৮ অক্টোবর বাদে মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত এ উপলক্ষে মাহফিলে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ দুবাই ইন্টারন্যাশনাল সিটির সভাপতি আলহাজ্ব মু. ফারুক বাহাদুর। কনফারেন্সে উদ্বোধক ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মো. মোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলায়মান ফারুকী। প্রধান বক্তা ছিলেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আল্লামা শাইখ সৈয়দ মো. হাসান আল আজহারী।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আলমগীর ইসলাম বঈদী। বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব মাও. আবদুর রহমান আল-কাদেরী পটুয়াখালী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. দেলোয়ার হোসেন, মাও. সোহাইল উদ্দিন আনছারী, মাও. আবু ইউসুফ নূর, মাও.মাহমুদুর রহমান, মোখতার হোসেন শিবলী। উপস্থিত ছিলেন আবু জাফর, ইসমাইল চৌধুরী হানিফ, মো. আবদুল মজিদ, নজরুল ইসলাম, ফরিদুল আলম চৌধুরী, জাফর আহমদ কোম্পানি, মাও. নাজিম উদ্দীন, ফরিদুল আলম চৌধুরী, খায়রুল বশর, ফেরদৌস ওয়াহিদ, মোরশেদুল আলম, জাকের সওদাগর, মাজহার হেলাল, নুরুল আজম, পারভেজ, শাহাদাত কামাল, জামশেদ, আসিফ, সাঈদ, সাব্বির, আরফাত, আরমান, মিজান, মিটু, হিরো, মানিক প্রমুখ। কনফারেন্সে বক্তাগণ বলেন, খোদা ভীরু ও পরিশুদ্ধ জীবন প্রতিফলনের মাধ্যমে ব্যক্তি ও সমাজ জীবনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। অনৈতিক কাজ থেকে সন্তানদের দূরে রাখতে ধর্মীয় শিক্ষাকে কাজে লাগিয়ে চলতে পারলে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। সমাজে যে অরাজকতা, ব্যাবিচার, নারী ধর্ষনের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা