বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চন্দনাইশের বরমা মাদরাসায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

  প্রকাশ : ২০১৯-০৯-২২ ১৮:০০:৪২  

পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশের বরমা ইসলামিয়া দাখিল মাদরাসার সদ্য বিদায়ী সুপারিন্টেনডেন্ট মাওলানা মুহাম্মদ আবুল বশর ও অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা সৈয়দআহমদ শুকুরীর বিদায় ও ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মো. নুরুল হকের বরণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান গত শনিবার মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদরাসা ব্যবস্থাপনা কমিটি (এমএমসি)’র সভাপতি আলহাজ্ব শহিদুল আজম কাজমীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল মনছুর মো. হাবীব। সংবর্ধিত অতিথি ছিলেন সদ্য বিদায়ী সুপারিন্টেনডেন্ট মাওলানা মুহাম্মদ আবুল বশর, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা সৈয়দ আহমদ শুকুরী ও ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মো. নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিপিন চন্দ্র রায়, মাদরাসার প্রাক্তন শিক্ষানুরাগী সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, বর্তমান প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আবু তৈয়ব, অভিভাক সদস্য মাওলানা মো. আব্দুল মালেক, খলিলুর রহমান, সাবেক সদস্য মো. নাছির উদ্দীন ও সাবেক ছাত্র সরওযার কামাল লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার জসিম উদ্দিন ও শিক্ষিকা শিরিন ফাতেমা। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা তারিফ সুফি, মাওলানা মো. আনোয়ার হাসান প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তি, গণমাধ্যম কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি, অভিভাবক, সাবেক ও বর্তমান ছাত্র -ছাত্রী, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন, কালপরিক্রমা ও জীবনের ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে বিভিন্ন জনের আগমন প্রস্থান ঘটবে। প্রস্থান হলেও বা চলেগেলেও তাঁদের কৃতকর্ম বিশেষ করে কৃতিত্বের বিষয় গুলো অমলিন থাকে। বিদায়ী শিক্ষক মাওলানা সৈয়দ আহমদ শুকুরীরা জীবনের সর্বস্ব দিয়ে এ মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। মাওলানা মুহাম্মদ আবুল বশর তাঁর সমস্ত আন্তরিকতা ও মেধা ভাণ্ডার উজাড় করে দিয়েছেন এ মাদরাসার উন্নয়নের জন্য।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাদরাসার বিদায়ী শিক্ষক মাওলানা সৈয়দ আহমদ শুকুরী।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা