বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে পরিবেশ অধিদফতরের অভিযানে সিগারেট তৈরি কারখানা ও ফিনলেকে জরিমানা

  প্রকাশ : ২০১৯-০৯-০৪ ২০:১৮:০৬  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম কালুরঘাট শিল্প এলাকায় ‘ইন্টারন্যাশনাল টোব্যাকো’ নামে একটি তামাক কোম্পানি ছাড়পত্র না নিয়ে সিগারেট তৈরি করেছিল। মঙ্গলবার (৩ সেপ্টম্বর) সরেজমিন পরিদর্শনের পর আজ ওই প্রতিষ্ঠানটিকে ৭০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

একইসঙ্গে, ভবন নির্মাণের সময় পাহাড় কাটার অপরাধে ফিনলে প্রোপার্টিজ নামে একটি আবাসন প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) শুনানি শেষে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক এই আদেশ দেন।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন, ‘কালুরঘাট এলাকায় পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনার দায়ে ইন্টারন্যাশনাল টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৭০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে, জরিমানার অর্থ পরিশোধ ও পরিবেশ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার পরিদর্শনে গিয়ে পাহাড় কেটে ফিনলে প্রোপার্টিজের ১৮ তলা ভবনের নির্মাণ কাজ শুরুর সত্যতা পাওয়া গেছে। বুধবার শুনানিতে ওই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে পাহাড় কাটার জন্য ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’



ফেইসবুকে আমরা