বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চট্টগ্রামে ইয়াবাসহ সৌদিয়া বাসের চালককে গ্রেফতার করেছে র‌্যাব

  প্রকাশ : ২০১৯-১১-০২ ১৮:৫৪:২৯  

পরিস্হিতি২৪ডটকম : সৌদিয়া পরিবহনের বাসের ভেতর কৌশলে লুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসার সময় মোহাম্মদ ইউনুস (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (০২ নভেম্বর) দুপুরে নগরের কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাসের ভেতর কৌশলে লুকানো ১৯ হাজার ১২৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় বাসটি জব্দ করা হয়েছে।

গ্রেফতার মোহাম্মদ ইউনুস কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং কালা সিকদারপাড়া এলাকার আবদুল হাকিমের ছেলে। ইউনুস জব্দ হওয়া সৌদিয়া পরিবহনের বাসের চালক।

র‌্যাব-৭ এর অপারেশন অফিসার মো. মাশকুর রহমান বলেন, সৌদিয়া পরিবহনের বাসের ভেতর কৌশলে লুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসার সময় মোহাম্মদ ইউনুস নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বাসের ভেতর কৌশলে লুকানো ১৯ হাজার ১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সহকারী পু্লিশ সুপার মাশকুর রহমান বলেন, ইয়াবাগুলো সৌদিয়া পরিবহনের দামপাড়া কাউন্টারে নিয়ে আরেকজনের কাছে বিক্রি করার পরিকল্পনা ছিল ইউনুসের। ইউনুস বাস চালক সেজে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন।

ইয়াবা পরিবহনে ব্যবহৃত সৌদিয়া পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মাশকুর।



ফেইসবুকে আমরা