বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

গাউসিয়া কমিটি কোতোয়ালী পূর্ব শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা : প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম

  প্রকাশ : ২০২০-০৭-৩০ ১৪:৫৮:৩৫  

পরিস্হিতি২৪ডটকম : পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্যোগ হিসেবে গাউছিয়া কমিটি বাংলাদেশ কোতোয়ালী থানা পূর্বের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি গতকাল ২৯ জুলাই ২০২০ বিকাল ৪ ঘটিকায় নগরীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ছোবহানিয়া আলিয়া কামিল এম.এ. মাদরাসায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোবহানিয়া আলিয়া কামিল এম.এ. মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড এর ডাইরেক্টর আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রহিম মিয়া। গাউছিয়া কমিটি কোতোয়ালী পূর্বের সভাপতি আলহাজ্ব খাইর মোহাম্মদ এর সভাপতিত্বে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোবহানিয়া আলিয়া কামিল এম.এ. মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুফতি মোহাম্মদ হারুনুর রশিদ, আলহাজ্ব মোহাম্মদ ফারুক মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ হোসেন, মাওলানা আবু বক্কর মোহাম্মদ নিজাম উদ্দিন, কাজী বাহাউদ্দিন ফারুক মুন্না, হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, রেজাউল করিম সিফাত, মেহের আলি মামুন মামুন, মোহাম্মদ নিজাম উদ্দিন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম। গাছপালা ও বনভূমি যেমনিভাবে আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করে ঠিক তেমনিভাবে প্রাকৃতিক দুর্যোগের কবল থেকেও পরিবেশকে রক্ষা করে। গাছপালা ও বনভূমি ছাড়া মানুষ ও অন্যান্য প্রাণির জীবনধারণ অসম্ভব। যথেষ্ট পরিমাণে গাছপালা ও বনভূমি না থাকলে পরিবেশ হবে উষ্ণ,পৃথিবী হবে মরুভূমি-ধূলিতময়, এতে পরিবেশ হবে বিপন্ন এবং মানুষ পতিত হবে বহুল বিপর্যয়ে। তাই ইসলামও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রতি বেশ গুরুত্ব দিয়েছে। এমনকি বৃক্ষরোপণকে সদকায়ে জারিয়ার সওয়াব হিসেবে অভিহিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা