বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

খুলনায় পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

  প্রকাশ : ২০২০-০৩-০২ ২১:১৫:১০  

পরিস্হিতি২৪ডটকম : খুলনায় একরাম উল্লাহ (২২) নামের এক রোহিঙ্গা যুবক পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন। সোমবার বিকেলে এই রোহিঙ্গা যুবককে খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে আটক করা হয়। তিনি মিয়ানমারের আরাকান রাজ্যের মেরুল্লা এলাকার বাসিন্দা বলে জানান।

খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খান জানান, একরাম উল্লাহ পাসপোর্ট করতে এলে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় তাকে রোহিঙ্গা ডেটাবেজে শনাক্ত করা হয়। পরে তাকে আটক করা হয়। তিনি বাংলাদেশে এসেছেন দুই-তিন বছর আগে এবং খুলনা মহানগরীর রেলওয়ে গার্ড কলোনির ঠিকানা দিয়ে পাসপোর্ট করার চেষ্টা করছিলেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১০ হাজার টাকার বিনিময়ে পাসপোর্ট করার জন্য দালালের সঙ্গে তার চুক্তি হয়েছিল বলে স্বীকার করেন। তার মা আরফা খাতুন বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন বলে তিনি জানান।



ফেইসবুকে আমরা