বাংলাদেশ, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

খুটাখালী গণগ্রন্থাগার পরিদর্শনে কবি নূরুল হুদা : ইচ্ছে করলে মাটির ব্যাংকে প্রতিদিন এক টাকা করে রেখে সে টাকায় মাসে একটি করে বই উপহার দেওয়া যায়

  প্রকাশ : ২০২০-০১-২২ ১৮:০৬:১৮  

পরিস্হিতি২৪ডটকম : গত ২১ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় চকরিয়ার খুটাখালীস্থ হাজী মমতাজ মার্কেটে খুটাখালী গণগ্রন্থাগার কার্যালয় পরিদর্শন করেন একুশে পদক ও সার্ক সাহিত্য পুরস্কার প্রাপ্ত জাতিসত্তার কবি মোহাম্মদ নূরুল হুদা। এ সময় তিনি বলেন, লাইব্রেরি প্রতিষ্ঠায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা ও আন্তরিকতা দরকার। ইচ্ছে করলে মাটির ব্যাংকে প্রতিদিন এক টাকা করে রেখে সে টাকায় মাসে একটি করে বই উপহার দেওয়া যায়। তবে কোলাহলমুক্ত জায়গাতে গণগ্রন্থাগারটি হওয়া বাঞ্ছনীয়। তিনি আরো বলেন, এই গ্রন্থাগারের শুরুটা ঠিক আছে কিন্তু পরবর্তীতে স্থানটা এমনভাবে নির্ধারণ করবে যাতে বিভিন্ন বিষয়ের উপর গবেষণা কার্যক্রম চালানো যায়। এ সময়ে তিনি নিজের সাধ্যানুযায়ী সার্বিক সহযোগিতা এবং পরামর্শ দিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন। কবি নূরুল হুদার গ্রন্থাগার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা বইপ্রেমী আবদুল্লাহ আল মুরাদ, খুটাখালী ইউনিয়ন পরিষদের সম্মানিত এমইউপি অলি আহমদ, ওয়াসিম আকরাম, আহসান উল্লাহ, হুমায়ুন কবির, শরিফ ওমর ফারেজ, ওসমান, ইকবাল বাহার, ইমরান কাইছার, আতিকুর রহমান, মোহাম্মদ শাহরিয়ার খান, মোহাম্মদ আইয়ুব উদ্দিন, জাহেদুল ইসলাম, ওমর ফারুক ইমন, নাসির উদ্দিন, নুরুল আবছার, নুরুল ইসলাম, আনোয়ার হোসাইন প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা