বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

খুটাখালীতে একই পরিবারের দুই শিশুকে হত্যার উদ্দেশ্যে মারাত্মকভাবে জখম করায় ন্যায় বিচার ও যথাযথ চিকিৎসার দাবিতে মানববন্ধন

  প্রকাশ : ২০২০-০৯-২৯ ২০:৪১:৩৯  

পরিস্হিতি২৪ডটকম : খুটাখালীর একই পরিবারের দুই শিশু রাজু আক্তার-রিয়াজকে হত্যার উদ্দেশ্যে মারাত্মকভাবে জখম করায় এর ন্যায় বিচার ও যথাযথ চিকিৎসার দাবিতে এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে (আজ) ২৯ সেপ্টেম্বর ২০২০ বিকাল ৪ ঘটিকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটি’র প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মুরাদের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটি’র উপদেষ্টা মাঈন উদ্দিন, খুটাখালী ইউনিয়ন পরিষদ এমইউপি অলি আহমদ, রামু ব্লাড ডোনার্স এসোসিয়েশন’র আজিজুর রহমান রাজু, ইসলামপুর ব্লাড ডোনার্স এন্ড জনকল্যাণ সোসাইটি’র নুরুল আজিম মিন্টু, বাংলাদেশ ছাত্রলীগ খুটাখালী ইউনিয়ন শাখা সাবেক সভাপতি রমজান আলী মুর্শেদ, যুবলীগ নেতা ইমরান। মানববন্ধনে বক্তারা বলেন, অসহায় দিনমজুর পিতামাতার অবুঝ দুই সন্তানকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করার চেষ্টা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই গর্হিত কাজে জড়িতদের যথাযথ বিচার দাবি করছি এবং ন্যায়বিচারের প্রত্যাশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে আহত শিশুদের পিতা আব্দুচ্ছবি তার সন্তানের ন্যায়বিচার ও চিকিৎসার জন্য অর্থ সহায়তায় দেশবাসীর কাছে আকুল আবেদন করেন। তিনি তার সন্তানদের জন্য সহায় সম্পদ শেষ করে এখন নিঃস্ব। উভয় শিশুর অবস্থা সংকটাপন্ন। তারা এখন চিকিৎসাধীন অবস্থায় চকরিয়ার মেমোরিয়াল হাসপাতালে আছেন। চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় পরিবার অর্থ জোগান দিতে অম। আহত বাচ্চা দুইটির পিতা-মাতার দুই জনই এখন দিশেহারা। তাদের চোখে অশ্রু ছাড়া কিছুই নেই। কোথাও বিচার চাইতে যাবে এমন সক্ষমতা নেই তাদের। তাই এখন জরুরি হয়ে গেছে বাচ্চা দুটিকে বাঁচানোর। সেজন্য আর্তমানবতার সংগঠন খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটি, ইসলামপুর ব্লাড ডোনার্স এন্ড জনকল্যাণ সোসাইটি, রামু ব্লাড ডোনার এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে একটি তহবিল গঠন করা হয়েছে। উক্ত সংগঠনগুলো তাদের চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত অর্থ সংগ্রহ করবে। দেশ-বিদেশের যেকোন প্রান্ত থেকে অর্থ পাঠানো যাবে। অর্থ পাঠাতে নিম্নোক্ত পার্সোনাল নাম্বারে নগদ/বিকাশ করতে অনুরোধ জানানো হয়েছে। ০১৮১৬৯০৯৪৮৬ (পার্সোনাল বিকাশ), ০১৬৪১৬৯৯৭৯৪ (পারসোনাল বিকাশ), ০১৫৮৫৯০৯০৯০ (বিকাশ/নগদ পার্সোনাল)।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা