বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ক্লিংকার নিয়ে সাগরে ডুবলো লাইটার জাহাজ ‘টিটু-১৯’

  প্রকাশ : ২০২০-০৯-২১ ১৯:৪০:৫৫  

পরিস্হিতি২৪ডটকম : সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকার নিয়ে মুন্সীগঞ্জ যাওয়ার পথে সাগরে ডুবে গেছে লাইটার জাহাজ ‘টিটু-১৯’। সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভাসানচরের ৩ নটিক্যাল মাইল আগে তলা ফেটে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন জাহাজটি ডুবে যায়।

সূত্র জানায়, এক হাজার ২৫০টন ক্লিংকার ছিল জাহাজটিতে। ডুবে যাওয়া জাহাজের ১৩ নাবিককে নিরাপদে উদ্ধার করেছে একটি অয়েল ট্যাংকার ও একটি লাইটার জাহাজ।

বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ও নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. নবী আলম বলেন, ডুবে যাওয়া ‘টিটু-১৯’ জাহাজের ৮ জনকে উদ্ধার করে ‘অয়েল ট্যাংকার আরজু’ এবং ৫ জনকে উদ্ধার করে লাইটার জাহাজ ‘বেগম রোকেয়া’।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ডুবে যাওয়া জাহাজের কারণে ওই চ্যানেলে জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না। তবে মালিকপক্ষকে জাহাজটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।



ফেইসবুকে আমরা