বাংলাদেশ, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

কিংবদন্তি রক তারকা আইয়ুব বাচ্চু স্মরণে চ্যারিটি কনসার্ট

  প্রকাশ : ২০১৯-১১-২৬ ১৭:১৩:০৯  

পরিস্হিতি২৪ডটকম : এক বছর হয়ে গেলো কিংবদন্তি রক তারকা আইয়ুব বাচ্চু নেইl এই শিল্পীকে স্মরণ করে গান করেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি শিল্পী মিটুল। ১ নভেম্বর গুলশানে প্রয়াত আইয়ুব বাচ্চু স্মরণে থ্যালাসেমিয়া হসপিটালের চ্যারিটি কনসার্ট ‘লিজেন্ডস নেভার ডাই’ হয়।

শিল্পী মিটুলের সঙ্গে ছিলেন, রোকন ইমন, প্রতীক ও শিল্পী পিন্টু ঘোষ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জয়ীl দ্য ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হওয়া এই চ্যারিটি কনসার্টের আয়োজন করে এ ওয়ান মিডিয়া এজ।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করলেও বাংলাদেশের প্রতি ভালোবাসা আর বাংলা ব্যান্ডের গানের চর্চা ছাড়তে পারেননি মিটুলl তাইতো ২০১৬ সালে আমেরিকাতেই বাংলা ব্যান্ডের গান নিয়ে তার আবারও যাত্রাl প্রতিষ্ঠিত করেন কিউ ফোর (Q4) ব্যান্ডl

ব্যান্ড ছাড়াও মিটুল স্বতন্ত্রভাবে গান করে যাচ্ছেন নিয়মিতl পাশ্চাত্যের জনপ্রিয় ব্যান্ড ‘টোয়েন্টি ওয়ান পাইলট’ আর ‘পেটশপ বয়েস ‘ এর আদলে গড়া দুই সদস্যের এই বাংলাদেশি ব্যান্ড ‘কিউ ফোর’ ইতোমধ্যে নর্থ আমেরিকায় একটি স্বতন্ত্র অবস্থান নিতে সক্ষম হয়েছে। একটি সম্পূর্ণ অ্যালবাম আর অনেকগুলো একক গান তারা ইতোমধ্যে শ্রোতাদের উপহার দিয়েছেন। যা পাওয়া যাচ্ছে ব্যান্ডটির ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আই-টিউন, গুগল আর আমাজন মিউজিকেl



ফেইসবুকে আমরা